শুক্রবার

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সেই চেনা মুখ : আর্জিনা আক্তার নীলু

Paris
Update : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

সেই চেনা মুখ

আর্জিনা আক্তার নীলু

ভালোবাসার কুঠি ঘরে

তোমাকে দিয়েছি ঠাই

বলিতে পারিনা আজও

মনে পড়ে তাই।।

ব্যথা দিয়ে তুমি বন্ধু

সুখ পাও যদি

দিয়ে যাও যত খুশি

মন তবু সুপি।

বিরোহী আত্মা কেন

বার বার কাঁদে

স্মৃতির সেই মুখখানি

অশ্রু জলে ভাসে।

ব্যথা নিয়ে তুবু ওগো

বেঁচে আছি আজ ও

কথাগুলি হারিয়ে গেছে

অচেনা বাতাসে

সেই মুখখানি তব ভাসে

স্মৃতির মিনারে।।

আর্জিনা আক্তার নীলু

ভালোবাসার কুঠি ঘরে

তোমাকে দিয়েছি ঠাই

বলিতে পারিনা আজও

মনে পড়ে তাই।।

ব্যথা দিয়ে তুমি বন্ধু

সুখ পাও যদি

দিয়ে যাও যত খুশি

মন তবু সুপি।

বিরোহী আত্মা কেন

বার বার কাঁদে

স্মৃতির সেই মুখখানি

অশ্রু জলে ভাসে।

ব্যথা নিয়ে তুবু ওগো

বেঁচে আছি আজ ও

কথাগুলি হারিয়ে গেছে

অচেনা বাতাসে

সেই মুখখানি তব ভাসে

স্মৃতির মিনারে।।


আরোও অন্যান্য খবর
Paris