বৃহস্পতিবার

২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্রীন প্লাজা’র ৫ম প্রকল্পের ‘গ্রীন ছায়েরা মঞ্জিল’ এর শুভ উদ্বোধন মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের জন্য কর্মশালা অনুষ্ঠিত থাইল্যান্ডে শেখ হাসিনা লাল গালিচা সংবর্ধনা সাবধান! রাজশাহীতে নকল ফ্লেভার্ড ড্রিংকস-আইস ললি রাজশাহীতে জোরপূর্বক একাধিক ফ্ল্যাট দখলের অভিযোগ এক পুলিশ সুপারের বিরুদ্ধে বাংলাদেশ-কাতার ১০ চুক্তি সই গোদাগাড়ীতে সাড়ে ৬ কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ি এজাজুল হক ঝাবু গ্রেফতার রাজশাহীতে বৃষ্টির জন্য কোথাও ইসতিসকার নামাজ আদায় আবার কোথাও ব্যাঙের বিয়ে রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে প্রতারণার ক্লু ধরে শিক্ষা উপবৃত্তির টাকা আত্মসাত চক্রের মুল হোতসহ ৮ জন গ্রেফতার

টানা ৩ দিনের বর্ষণে বিপর্যস্ত উপকূলবাসী

Paris
Update : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরাসহ উপকূলীয় এলাকায় তিন দিনের টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। টানা বৃষ্টিপাতে খুলনা ও সাতক্ষীরা শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে শত শত মাছের ঘের। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত সোমবার দুপুরের জোয়ারে সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর এলাকায় খোলপেটুয়া নদীর একটি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। তবে রাতেই সেই বাঁধ স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে মেরামত করেছেন। গাবুরা এলাকায় বাসিন্দা মিজানুর রহমান বলেন, টানা বৃষ্টিতে উপকূলীয় এলাকায় মানুষ খুব কষ্টে আছে। আমাদের এলাকার অধিকাংশ মাটির রাস্তায় হওয়া হাঁটু পর্যন্ত কাদা হয়েছে। সে কারণে উপকূলের মানুষ দুর্ভোগ আছে। এ ছাড়া বাঁধ ভাঙার আতঙ্কে আছি। যেকোনও মুহূর্তে বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হবে।

সাতক্ষীরা শহরের রাজার বাগান এলাকায় ভ্যানচালক গোলাম রব্বানী বলেন, তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে। বাইরে বের হতে পারছি না। একদিন ভ্যান না চালালে সংসার চলে না। একপ্রকার না খেয়েই দিন যাচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা আবহাওয়া অফিসের কর্মকর্তা জুলফিকার রায়হান জানান, গত ২৪ ঘণ্টায় ৬১ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ বুধবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় ৩-৪ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ভাঙনের খবর পাওয়া যায়নি। সাতক্ষীরায় ৮০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে কমপক্ষে ৩৫টি পয়েন্ট ঝুকিপূর্ণ। বাঁধের ক্ষতিগ্রস্ত পয়েন্টে পর্যাপ্ত জিওব্যাগ মজুত রয়েছে। স্থানীয়দের সঙ্গে নিয়ে কিছু এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ চলছে।-এফএনএস

অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে খুলনায় তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে। নদ-নদীতে জোয়ারের পানির চাপ বাড়ায় বৃষ্টির পানি দ্রুত নামতে পারছে না। আবার নগরজুড়ে চলমান উন্নয়ন কাজ সড়ক কাদাপানিতে একাকার হয়ে আছে। অধিকাংশ সড়ক তলিয়ে রয়েছে নোংরা পানিতে। ফলে স্থবির হয়ে পড়েছে খুলনার জনজীবন। তবে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আবুল কালাম আজাদ বলেন, তিন দিনে জেলায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ সারাদিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বুধবার পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা যায়, বৃষ্টির পানিতে নগরীর পিটিআই মোড়, রয়্যাল মোড়, ফেরঘিট মোড়, ডাকবাংলা মোড়, ময়লাপোতা, টুটপাড়া প্রধান সড়ক, মুজগুন্নী মোড়সহ বিভিন্ন এলাকা তলিয়ে রয়েছে। নগরীর ময়লাপোতার ছয় রাস্তা মোড় কাদামাটিতে একাকার হয়ে গেছে।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রূপসা মোড় থেকে শিপইয়ার্ড হয়ে রূপসা সেতু পর্যন্ত এলাকার বাসিন্দারা। প্রায় চার কিলোমিটার এ সড়কটির নির্মাণ কাজে দীর্ঘসূত্রিতার কারণে চলাচলে একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কের বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন বলেন, বাসা থেকে কেউ ভালো পোশাক পরে বের হতে সাহস পায় না, কখন কোন সময় যানবাহন কাদা ছিটিয়ে দেয় এ ভয়ে। খুলনা সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকসানা কামাল লিলি বলেন, চার কিলোমিটার দীর্ঘ সড়কের মেরামতের দায়িত্ব খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ)।

সংস্থাটি যে ঠিকাদার নিয়োগ দিয়েছে তারা খুব ধীরগতিতে কাজ চালিয়ে যাচ্ছে। এ কাউন্সিলর আরও বলেন, নির্মাণ কাজে ধীরগতি থাকায় বৃষ্টিতে রাস্তার অনেক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে হাঁটুসমান কাদা জমে গেছে। এলাকাবাসীকে চলাচলের জন্য বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে। ময়লাপোতা এলাকার বাসিন্দা কেরামত আলী মন্টু, মাহবুব রহমান, ফারিয়া হাসান বলেন, ময়লাপোতা থেকে জিরো পয়েন্ট সড়কটির মেরামত কাজ চলতি বছর এপ্রিল মাসের শেষ হওয়ার কথা থাকলেও হয়নি।

সড়কের বিভিন্ন স্থানে এখনো কাজ চলছে। বৃষ্টি হলে সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে যায়। চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। নগরীর পিটিআই মোড় এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম, মিজানুর রশিদ, স্কুল ছাত্রী সাদিয়া বিনতে কালাম বলেন, একটু বৃষ্টি হলেই সড়কে নোংরা পানি চলে আসে। পায়ে চলা কষ্টসাধ্য হয়ে পড়ে। অন্যদিকে বৃষ্টি হলেই অটোরিকশা ও রিকসার ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে যায়। এদিকে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক সম্প্রতি খুলনা মহানগরীতে চলমান সড়ক ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের নির্দেশ দিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris