শনিবার

২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তীব্র তাপদাহে রাজশাহীতে হাসপাতালে বাড়ছে রোগী তীব্র তাপপ্রবাহের কারণে প্রাইমারি স্কুলে অ্যাসেম্বলি না করানোর নির্দেশ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে : জাতিসংঘ রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত রাজশাহীতে বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ধামুইরহাটে ভূয়া সিআইডি গ্রেফতার রাজশাহীতে বিভাগীয় পেনশন মেলা অনুষ্ঠিত স্ত্রীকে কারাদণ্ড দেওয়া নিয়ে পাকিস্তানের সেনাপ্রধানকে ইমরান খানের হুমকি ইরানের ইসফাহান কেন হামলার টার্গেট?

প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ-দ. আফ্রিকা

Paris
Update : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

আগামী মাসে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মূল লড়াইয়ের আগে ১৬টি দল খেলবে প্রস্তুতি ম্যাচ। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ১৬ দলের প্রস্তুতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে। আসন্ন ইভেন্টে বাংলাদেশ সরাসরি সুপার টুয়েলভে খেলবে। সুপার টুয়েলভ নিশ্চিত করা দলগুলোর প্রস্তুতি ম্যাচ হবে ১৭ ও ১৯ অক্টোবর। অন্যদিকে প্রথম রাউন্ডের দলগুলোও ১০ থেকে ১৩ অক্টোবর প্রস্তুতিমূলক ম্যাচ খেলার সুযোগ পাবে। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশ ১৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে। একই মাঠে দুইদিন পর বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। দুটি ম্যাচই তারা খেলবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। প্রথম প্রস্তুতি ম্যাচ হবে ১০ অক্টোবর জাংশন ওভালে ওয়েস্ট ইন্ডিজ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে। একই দিন স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস একই ভেন্যুতে খেলবে এবং ওই দিনই শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের ম্যাচ হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অ্যাডিলেডে ১০ দিনের ক্যাম্প করার কথা ছিল বাংলাদেশের। কিন্তু এর আগে আইসিসি আয়োজিত দুইটি প্রস্তুতি ম্যাচের কারণে সেই ক্যাম্প আর হচ্ছে না। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘ত্রিদেশীয় সিরিজ এবং আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচের কারণে টানা খেলার ওপর থাকবেন ক্রিকেটাররা। এ সময়ে ক্যাম্প করার কোনও সুযোগ নেই। অনুশীলনের থেকে ম্যাচ খেলার সুযোগটি আমরা কাজে লাগাতে চাই। এতে ক্রিকেটাররা আরও ভালো প্রস্তুতির সুযোগ পাবে।’


আরোও অন্যান্য খবর
Paris