মঙ্গলবার

১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত এক আহত দশ থার্মোমিটারের পারদ ৪০ ডিগ্রি ছাড়ালো গোদাগাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জনের মনোনয়নপত্র দাখিল পাবনায় এক দিন একই হাসপাতালে ভুল চিকিৎসায় দুই প্রসূতির মৃত্যু! রাজশাহীতে পদ্মায় নিখোঁজ ২ শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার ঈদ-নববর্ষের ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু কোন দিকে যেতে পারে ইরান-ইসরায়েল সংঘাত? টানা পাঁচ দিনের ছুটি শেষ, আজ খুলছে অফিস মুক্তিপণ দিতে হয়েছে ৫০ লাখ ডলার বাংলাদেশি জাহাজ ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৮ জলদস্যু গ্রেফতার পুন্ড্র সাহিত্য সংসদ বসালো দুই বাংলার কবি লেখকদের মিলন মেলা

যে পাঁচটি কারনে পুরুষের সঙ্গে থাকতে চান না নারী

Paris
Update : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

এফএনএস : নারী-পুরুষের সম্পর্কটা সার্বজনীন। এই সম্পর্কের তিক্তকা ও মধুরতা আছে। তবে অকারণে কিছু ভুলভ্রান্তির জন্যও অনেক ক্ষেত্রে হয় ব্রেকআপও। কিন্তু পুরুষের কিছুকিছু অভ্যাস নারীরা মেনে নিতে পারে না। ফলে ছেড়ে যায় সঙ্গীকে। রিলেশনে থাকার সময় প্রতিটি মানুষকে হয়ে যেতে হবে সতর্ক। এ ক্ষেত্রে এমন কোনও ভুল করা যাবে না যার থেকে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। কারণ আপনার জীবনের ভুলটা একবার সঙ্গী বুঝতে পারলেই সমস্যা আরও বাড়বে বই কমবে না। বিশেষজ্ঞরা বলেন, পুরুষ মানুষের মধ্যে সমস্যার আশঙ্কা সবথেকে বেশি। বহু ক্ষেত্রেই দেখা যায় যে নারীরা কিছু পুরুষকে একবারে পছন্দ করেন না। এমনকী সম্পর্ক তৈরি হলেও বেরিয়ে আসতে চান। এবার নিজের স্বার্থেই পুরুষকে জেনে নিতে হবে সেই ধরনের মানুষের কথা। আসুন জানা যাক সেই টিপস
মিথ্যা বলা: মিথ্যা বলেন সকলেই। তবে কথায় কথায় মিথ্যা বলতে শুরু করলে অবশ্যই সমস্যা হবে। কারণ নারীরা এই অভ্যাসের পুরুষকে একবারে বিশ্বাস করতে চান না। তাই তারা এদের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান। এবার এই দোষ আপনার থাকলে আজই সতর্ক হয়ে যান। নইলে সমস্যা বাড়তে বাধ্য।
দায়িত্বে অবহেলা: এ ক্ষেত্রে দায়িত্ব না নিতে পারা পুরুষকে কেউ ভালোবাসে না। আসলে পুরুষের প্রধান কাজ হল ভালোবাসা জোগাড় করা। সামনে থাকা প্রেমিকা যদি আপনাকে ভরসা না করতে পারে, তবে ভালোবাসা টিকবে না। তাই এই ভুলটা এবার থেকে কমান। আর দায়িত্ব নিতে জানতে হবে। তবেই ভালো থাকতে পারবেন।* স্বার্থপরতা : ছোটবেলায় এই মনোভাব অনেকের মধ্যেই থাকে। তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে এর থেকে দূরে যেতে হয়। এবার দেখা গিয়েছে বহু পুরুষ সম্পর্কে থাকার পরও শুধু নিজেরটাই বোঝেন। এবার নিজেরটা বুঝে নিতে গেলেই সঙ্গীর সামনে হয়ে যায় সব পরিষ্কার। তাই এই ভুল একবারে নয়। এখন থেকে দুজনের কথা একবার ভাবতে শুরু করে দিন। তবেই ভালো থাকতে পারবেন।
কৃপণতা: এবার সম্পর্কে থাকলে কিছুটা পয়সা তো খরচ হবেই। আপনাকে খুব বেশি খরচের কথা কেউ বলছে না। তবে কিছুটা খরচ তো আপনাকে করতেই হবে। এ ক্ষেত্রে ছোটখাট বিষয়ে কিপটামি করার অভ্যাস করলে আপনাকে সতর্ক হয়ে যেতে হবে। তবেই সমস্যা থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন। তাই চিন্তার কোনও কারণ আপাতত নেই।
বদমেজাজি: অনেক পুরুষের এই খারাপ অভ্যাস থাকে। সম্পর্কের প্রথমদিকে অবশ্যই এই সমস্যার কথা মহিলারা বুঝতে পারেন না। তবে যখনই বুঝতে পারেন যে মানুষটির এই ধরনের স্বভাব রয়েছে, তখন তারা বেরিয়ে আসতে চান। তাই এবার থেকে এই স্বভাব ছাড়ুন। তবেই সম্পর্কে ভালো থাকতে পারবেন। নইলে সমস্যা তৈরি হবে।


আরোও অন্যান্য খবর
Paris