শুক্রবার

১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রেন থেকে গার্ডার পড়ে প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত

Paris
Update : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

রাজধানীর উত্তরার জসীমউদদীনে ঢাকা-ময়মনসিংহ রোডে বিআরটি প্রকল্পের কাজের সময় ক্রেন থেকে গার্ডার পড়ে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেন। মোহাম্মদ মহসিন বলেন, ক্রেন দিয়ে একটি গার্ডার উপরে তোলার সময় নিচে পড়ে যায়। গার্ডারটি একটি প্রাইভেট কারের ওপরে পড়ে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে দেখা যায়, আহতদের উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। কাটার মেশিন দিয়ে গাড়ির বিভিন্ন অংশ কাটা হচ্ছে। উদ্ধার অভিযান দ্রুত করতে পুলিশের ক্রেন চাওয়া হয়। তবে, সড়কের দুপাশে প্রচণ্ড যানজট সৃষ্টি হওয়ায় ক্রেন আসতে দেরি হয় বলে জানা গেছে। বিকেলে দুর্ঘটনার শিকার গাড়ির রেজিস্টেশন নম্বর ঢাকা মেট্রো-গ-২২-৬০০৮। গাড়িতে থাকা হতাহতরা হলেন- হৃদয় (২৬) ও রিয়া মনি (২১), রুবেল (৫০), ঝর্না (২৮) ও দুই শিশু জান্নাত (৬) ও জাকারিয়া (২)। গাড়ির ভেতর চাপা পড়েন রুবেল, ঝর্না, শিশু জান্নাত ও জাকারিয়া। তাদের মধ্যে চারজন মারা গেছেন। এদিকে ক্রেন থেকে গার্ডার পড়ে ৪ জন নিহতের ঘটনা যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বলে জানিয়েছেন বিআরটি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুল ইসলাম। দুর্ঘটনার পর শফিকুল ইসলাম বলেন, আমাদের গার্ডারটি ক্রেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার সময় সম্ভবত ক্রেন কাত হয়ে নিচে পড়ে যায়। ঘটনার জন্য কে দায়ী এবং কীভাবে ঘটলো জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এই মুহূর্তে আমি না জেনে কিছু বলতে পারবো না। ক্রেন কাত হয়ে গেছেÑ এটা যান্ত্রিক সমস্যা। এটা নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট নয়। এ বিষয়ে আমরা বিস্তারিত না জেনে কিছু বলতে পারবো না।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris