মঙ্গলবার

১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বচ্যাম্পিয়ন অ্যাথলেটকে মারধর

Paris
Update : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

এফএনএস
সদ্যই কমনওয়েলথ গেমস থেকে রুপার পদক জিতে দেশকে গর্বিত করেছিলেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। এর আগে নীরজ চোপড়াকে হারিয়ে ওয়ার্ন্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের জ্যাভেলিন থ্রোয়ে সোনা জিতেছিলেন। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই তিনি শিকার হলেন হামলার। এই বিশ্বচ্যাম্পিয়ন জ্যাভেলিন থ্রোয়ারকে নিজের দেশেই মারধর করে সমুদ্রে ছুড়ে ফেলা হয়। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, দেশে ফিরে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বাণিজ্যমন্ত্রীর ছেলের প্রমোদতরি হার্বার মাস্টার্সে পার্টিতে ছিলেন অ্যান্ডারসন। সেখানেই কিছু ব্যক্তির দ্বারা তিনি হামলার শিকার হন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তারকা অ্যাথলেটকে নির্মমভাবে মারধর করছেন চার-পাঁচজন ব্যক্তি। যাদের মধ্যে সেই প্রমোদতরির একজন ক্রু ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। গ্রেনাডা পুলিশের পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। প্রমোদতরির ক্রুসহ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এমন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির দাবি জানয়েছে গ্রেনাডার অলিম্পিক অ্যাসোসিয়েশন। উল্লেখ্য, অ্যান্ডারসন বয়সভিত্তিক পর্যায় থেকেই গ্রেনাডাকে বহু পদক এনে দিয়েছেন। ২০১৯ ও ২০২২ বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা, ২০১৮ কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ এবং ২০২২ কমনওয়েলথ গেমসে রুপা জিতেছেন।


আরোও অন্যান্য খবর
Paris