শুক্রবার

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পোরশায় বেশি দামে সার বিক্রি করায় জরিমানা

Paris
Update : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

আককাস আলী : নওগাঁর পোরশা উপজেলায় সার ও কীটনাশক ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে সার বিক্রি করায় পোরশা মেসার্স নুরুল ইসলাম এন্ড সন্স ৫ হাজার ও শিশা বাজারের লতিফ ট্রেডার্স সরকারি মূল্য তালিকা জন সম্মুখে না টাঙ্গানোর দায়ে ২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পযন্ত পোরশা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার। উপ-সহকারী কৃষি অফিসার আঃ হাই, এএসআই লাবলু। এদিকে গত বৃহস্পতিবার থেকে বিভিন্ন সার দোকানে গিয়ে টিএসপিসার বস্তা প্রতি ১ হাজার ৫শ টাকা পর্যন্ত বিক্রি করতে দেখা গেছে। খুচরো সার ব্যবসায়ীরা ডিলারদের থেকে ১হাজার ৩শ ৫০ টাকা দরে প্রতি বস্তা ক্রয় করে বেশি দামে বিক্রি করতে বাধ্য হয়েছে। এজন্য খুচরা বিক্রেতারা ডিলারদের দায়ী করেছেন। পোরশা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন ও কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার বলেন, যারা সাধারণ কৃষকের কাছে বেশি দামে সার বিক্রি করবে তাদের বিরুদ্ধে অভিযান চলবে।


আরোও অন্যান্য খবর
Paris