শুক্রবার

১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাগমারায় এক স্কুলের সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক এলাকাছাড়া! বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয় চার নেতা কখনো মৃত্যু ভয় করেননি : লিটন প্রেমিককে কুপিয়ে জখম করল প্রেমিকা! গোদাগাড়ীতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আরো ২ আসামি গ্রেপ্তার এমপি-মন্ত্রীর স্বজনদের সরে দাঁড়াতে নির্দেশ সেনাবাহিনীতে ভুয়া নিয়োগ দিয়ে টাকা হাতিয়ে নেওয়া তিন প্রতারক রাজশাহীতে গ্রেফতার পুঠিয়ায় শাশুড়িকে হত্যা করে লাশ গুম করেছিলেন পুত্রবধূ! রাজশাহীর ঢাকা বাসস্ট্যান্ডে আরডিএ’র জায়গা দখল করে স্থাপনা নির্মাণ! সারাদেশে উপজেলা নির্বাচনে ‘হস্তক্ষেপ’ নিয়ে চিন্তিত প্রার্থীরা মুজিবনগর সরকার আমাদের প্রেরণা : আসাদ

কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে

Paris
Update : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

গুচ্ছভুক্ত আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ চলছে। ১৬ আগস্ট পর্যন্ত এ আবেদন প্রক্রিয়া চলবে। তবে ভর্তি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে হওয়ার কথা থাকলেও এ সিদ্ধান্ত পরিবর্তন করেছে সংশ্লিষ্ট কমিটি। তাই সংক্ষিপ্ত সিলেবাসে হবে পরীক্ষা। নাম প্রকাশে অনিচ্ছুক গুচ্ছ ভর্তির দায়িত্বে থাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ভর্তি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে হবে সেটি আগে নির্ধারণ করেছিল কমিটি। তখন সমালোচনার জন্য সিলেবাসের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে নতুন মিটিং অনুসারে শর্ট সিলেবাসেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন না ভর্তিচ্ছুরা এইচএসসি পরীক্ষা দিয়েছে শর্ট সিলেবাসে। শিক্ষার্থীদের সুবিধার্থেই কমিটি সিদ্ধান্ত পরিবর্তন করেছে। জানা যায়, ১৭ জুলাই থেকে ভর্তি আবেদন শুরু হয়েছে। গত মঙ্গলবার পর্যন্ত ৪৭ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি আবেদন করেছেন। এবার আবেদন সংখ্যা প্রায় এক লাখ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তথ্যমতে, এ বছর ২০১৭/২০১৮/২০১৯ সালে এসএসসি/সমমান এবং ২০২০/২০২১ সালে এইচএসসি/ সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছেন, কেবলমাত্র তারাই এ ভর্তি আবেদন করতে পারবেন। আবেদনকারীর এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ছাড়া নূন্যতম জিপিএ ৪.০০ সহ সর্বমোট নূন্যতম জিপিএ ৮.৫০ থাকতে হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাতটি কেন্দ্র ও প্রযোজ্য ক্ষেত্রে এক বা একাধিক উপকেন্দ্রের অধীনে একযোগে অনুষ্ঠিত হবে। এইচএসসি/ সমমান পর্যায়ে ইংরেজিতে ১০, প্রাণীবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.০০ (এক) নম্বর দেওয়া হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।-এফএনএস

 


আরোও অন্যান্য খবর
Paris