বুধবার

২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-কাতার ১০ চুক্তি সই গোদাগাড়ীতে সাড়ে ৬ কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ি এজাজুল হক ঝাবু গ্রেফতার রাজশাহীতে বৃষ্টির জন্য কোথাও ইসতিসকার নামাজ আদায় আবার কোথাও ব্যাঙের বিয়ে রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে প্রতারণার ক্লু ধরে শিক্ষা উপবৃত্তির টাকা আত্মসাত চক্রের মুল হোতসহ ৮ জন গ্রেফতার রাজশাহীর ঢাকা বাসস্ট্যান্ডে এভারগ্রীণ’র দখল করে নির্মাণাধীণ কাউন্টার উচ্ছেদ করলো আরডিএ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার করা হলে বিশ্ব রক্ষা পেতো : প্রধানমন্ত্রী শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পানির তীব্র সংকট, ভোগান্তিতে রোগী-স্বজনরা নিয়ামতপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড রাজশাহীতে নারীর মোবাইল ফোন-ব্যাগ ছিনতাই, তিন ছিনতাইকারী গ্রেফতার

২ মাস পর সোনামসজিদ দিয়ে ভারত থেকে পেঁয়াজ আসা শুরু

Paris
Update : বুধবার, ৬ জুলাই, ২০২২

শিবগঞ্জ থেকে প্রতিনিধি : দুই মাস পর দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম। এর আগে সোমবার ৯৯০ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে এসেছে ৪০টি ট্রাক। সোনামসজিদ শুল্ক বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন জানান, পেঁয়াজ আমদানিতে জটিলতা থাকায় এতদিন সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আসেনি। চলতি বছরের সর্বশেষ ৫ মে এ বন্দরে পেঁয়াজ আমদানি হয়। টানা দুই মাস পর সোমবার ৯৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। কোরবানি ঈদের আগে ভারত থেকে আসা এসব পেঁয়াজ বাজারে ইতিবাচক সাড়া ফেলবে বলে মনে করেন তিনি।

 

পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, দেশের কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধের সিদ্ধান্ত নেয়। গত দুই মাস বন্ধ থাকার পর ফের আমদানির অনুমতি দেয়ায় বাংলাদেশে পেঁয়াজ আসা শুরু হয়েছে। সোনামসজিদ শুল্ক বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রশিদ জানান, ঈদুল আজহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৯ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত সব ধরণের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপসহ সংশ্লিষ্ট সকল সংগঠনের দায়িত্বরত সবাইকে নিয়ে ঈদুল আজহা উদযাপনে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় ঈদুল আজহা উপলক্ষে চারদিন সোনামসজিদ বন্ধ থাকবে। আগামী ১৩ জুলাই থেকে যথারীতি বন্দরের সকল কার্যক্রম চালু হবে।


আরোও অন্যান্য খবর
Paris