বৃহস্পতিবার

২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাজশাহীতে সানি হত্যা মামলার এক আসামী গ্রেপ্তার

Paris
Update : বুধবার, ৬ জুলাই, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে হেতেমখাঁ সাহাজীপাড়ায় সানি হত্যা মামলার আসামী আনিম (১৮) কে গ্রেপ্তার করেছেবোয়ালিয়া মডেল থানা পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১২ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আরএমপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তৌহিদুল আরিফ, সহকারী পুলিশ কমিশনারের দিক নির্দেশনায় বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআই মোতালেব হোসেন, এসআই আবু হায়দারসহ একটি টিম নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচানা করে নগরীর সাধুর মোড় এলাকার আকবরের ছেলে আনিম (১৮) কে গ্রেপ্তার করে পুলিশ।

 

উল্ল্যখিত, পূর্ব শত্রুতার জের ধরে গত ৪ জুলাই রাতে গ্রেপ্তারকৃত আনিমসহ হত্যা মামলার অন্যান্য আসামীরাপূর্ব পরিকল্পিতভাবে ঘোষপাড়া মোড় হতে নিহত সানিকে অটোতে করে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে হেতেমখাঁ সাহাজীপাড়া কফিল উদ্দিন জামে মসজিদের পাশে রাস্তার উপর ধারালো চাকু, চাইনিজ কুড়াল দিয়ে সানির শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করেন। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। সোমবার নিহত সানির পরিবার হত্যা কারিদের ফাঁসির দাবিতে নগরীতে বিক্ষোভ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চড়ম উত্তেজনা বিরাজ করছিলো হত্যা কান্ডের পর থেকেই।


আরোও অন্যান্য খবর
Paris