সোমবার

১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

Norway

জালানি সঙ্কটে শ্রীলঙ্কায় স্কুল বন্ধ ঘোষণা

Reporter Name
Update : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

জ¦ালানি তেলের চরম সঙ্কটের কারণে শ্রীলঙ্কার শিক্ষামন্ত্রী আজ থেকে এক সপ্তাহের জন্য সরকারি-বেসরকারি স্কুলগুলোতে ছুটি ঘোষণা করেছেন। শ্রীলঙ্কার শিক্ষামন্ত্রী বলেছেন, ছুটির পর বাড়তি ক্লাস নিয়ে সিলেবাস পূর্ণ করা হবে। এর আগে গত ১৮ জুন শ্রীলঙ্কা সরকার এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ রাখে। সে সময় শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছিলো, ‘কলম্বো শহরের মধ্যে এবং অন্যান্য শহরের সকল সরকারি এবং সরকার অনুমোদিত স্কুল বিদ্যুতের ঘাটতির কারণে বন্ধ থাকবে।’ শ্রীলঙ্কার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নিহাল রানাসিংহে স্কুলগুলোকে অনলাইনে ক্লাস নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিভাগীয় শহরের স্কুলগুলোতে অল্প সংখ্যক ক্লাস নেয়া যেতে পারে যেখানে শিক্ষার্থী এবং শিক্ষকদের যানবাহন সঙ্কট নেই। ডেইলি মিররকে শিক্ষা সচিব আরো জানিয়েছেন, স্কুলগুলোর অনলাইন ক্লাস নেয়ার সুবিধার্থে সকাল ৮টা থেকে দুপুর একটা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার পাবলিক ইউটিলিটিজ কমিশন। এ বছরের মার্চ থেকে শ্রীলঙ্কা চরম অর্থনৈতিক সঙ্কট মোকাবেলা করছে। দেশটির এই অর্থনৈতিক বিপর্যয় ১৯৪৮ সালের পর সবচেয়ে বেশি। দেশটিতে বর্তমানে খাদ্যে মূল্যস্ফীতি ৫৭.৪ শতাংশ। নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যের চরম ঘাটতির পাশাপাশি রান্নার জ¦ালানি, যানবাহন এবং শিল্পের জ¦ালানি সংকট চলছে। এছাড়াও রয়েছে বিদ্যুতের ঘাটতি।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris