মঙ্গলবার

১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাঘায় এক ব্যবসায়ীর জরিমানা

Paris
Update : শনিবার, ২ জুলাই, ২০২২

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় পরিমানে কম দেওয়ায় এক জ্বালানী তেল ব্যবসায়ির জরিমানা করা হয়েছে। শুক্রবার(১লা জুলাই) দুপুর তিনটায় মনিগ্রাম বাজারের ‘মেসার্স রিয়াজ অয়েল সেন্টারে’ অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুয়েল আহমেদ। ভুক্তভূগী ও সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়, এদিন মনিগ্রাম এলাকার আশিক নামের এক যুবক উল্লেখিত দোকান (রিয়াজ অয়েল সেন্টার) থেকে ২লিটার পেট্রোল কেনেন। কেনার সময় সে এক লিটার মোটর সাইকেলে নেন এবং আরেক লিটার একটি এক লিটার পরিমাপের বোতলে দেবার জন্য বলেন। কিন্তু দোকানি এনামুল হক তা দিতে অসম্মতি প্রকাশ করেন। তার অসম্মতিকে উপেক্ষা করে আশিক নিজেই বোতলে পেট্টোল ঢেলে লক্ষ্য করেন,প্রায় দুইশ গ্রাম মতো কম হচ্ছে। কমের বিষয়ে জানতে চাইলে দোকানি এনামুল তাকে বিষয়টি চেপে যাবার জন্য অনুরোধ করেন। কিন্তু আশিক তার অনুরোধ উপেক্ষা করে প্রথমে ৯৯৯ ও পরে উপজেলা নির্বাহী অফিসারকে ফোন করে বিষয়টি অবগত করেন।পরে ইউএনও শারমিন আখতারের নির্দেশনায় সহকারি কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুয়েল আহমেদ দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার ২০০৯/৪৬ ধারা অনুযায়ী আট হাজার টাকা জরিমানার রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর জরিমানার টাকা নগদ আদায় করা হয়। এ সময় ৫ লিটারের ১টি ও ১ লিটারের ১টি পরিমাপের দ্রব্য জব্দ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris