শুক্রবার

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ক্যানসারে আক্রান্ত হতদরিদ্র কৃষক আবুল কালামকে বাঁচাতে সাহায্যের আবেদন তানোর উপজেলা নির্বাচনে চ্যালেঞ্জের মুখে ময়না রাজশাহী নগরীতে গাঁজা, ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ৪ রাজশাহী চিনিকলের ঘটনা তদন্তে পক্ষপাতিত্বের অভিযোগ, বরখাস্ত ৩ পেলে-ম্যারাডোনাকে পেছনে ফেলে সেরা মেসি ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে মিয়ানমারের সামরিক জান্তা : জাতিসংঘ ‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ’ নাটোরে ডেকে নিয়ে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, ৪ বন্ধু আটক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে স্বাগত জানালেন ভুটানের প্রধানমন্ত্রী রাজশাহী এডিটরস ফোরামের সভা অনুষ্ঠিত

দ্বিতীয় টেস্ট খেলতে সেন্ট লুসিয়ায় বাংলাদেশ

Paris
Update : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

এফএনএস : ওয়েস্ট ইন্ডিজের সিরিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে সেন্ট লুসিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল শুক্রবার সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হয়ে যাওয়া সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেট হেরেছিলো বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে টাইগাররা। সিরিজ হার এড়াতে হলে, শেষ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতাতেই প্রথম টেস্ট হারতে হয়েছিলো বাংলাদেশকে। প্রথম ইনিংসে ৪৫ রানেই ৬ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১০৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ম্যাচ হারের জন্য প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

 

প্রথম টেস্ট শেষে সাকিব বলেন, ‘আমরা যদি নিজেদেরকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারতাম, তবে ভালো হতো। ৬ উইকেট হারিয়ে লাঞ্চে যাওয়াটা ভালো বিষয় নয়। প্রথম সেশনই আমাদের ম্যাচটা শেষ করে দিয়েছে। টেস্টে আমাদের প্রতিনিয়তই ধ্বস নামছে। এটা গ্রহণযোগ্য নয়। ব্যাটারদের রান করার উপায় খুঁজে বের করতে হবে। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এটাই মোদ্দ কথা।’ প্রথম টেস্ট হেরে এখনও বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তলানিতে আছে বাংলাদেশ। ৯ ম্যাচে ১টি জয়, ৭টি হার ও ১টি ড্রতে ১৬ পয়েন্ট টাইগারদের। জয়ের শতাংশ ১৪ দশমিক ৮১। ৮ ম্যাচে ৩টি করে জয়-হার ও ২টি ড্রতে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের শতাংশ ৪৩ দশমিক ৭৫। ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রতে ৭২ পয়েন্ট অস্ট্রেলিয়ার। জয়ের শতাংশ ৭৫।


আরোও অন্যান্য খবর
Paris