চূড়ান্ত হলো শিক্ষা আইনের খসড়া

এফএনএস : দীর্ঘ ১০ বছর ঝুলে থাকার পর অবশেষে শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে আইনের খসড়া চূড়ান্ত করা হয়। চূড়ান্ত খসড়াটি আগামী সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। বৈঠকের পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক এ তথ্য নিশ্চিত করেন। বৈঠক সূত্রে জানা গেছে, চূড়ান্ত করা এই খসড়ায় নতুন করে তেমন কিছু যোগ করা হয়নি। তবে মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রস্তাবিত আইনটি অন্য আইনের সঙ্গে সাংঘর্ষিক কিনা তা খতিয়ে দেখা হয়েছে। বৈঠকের পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক বলেন, খসড়াটি শিক্ষা সংক্রান্ত অন্য আইনের সঙ্গে সাংঘর্ষিক কিনা তা দেখার নির্দেশনা দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।
সেটা দেখা হয়েছে। খসড়া চূড়ান্ত হয়েছে আর বৈঠক প্রয়োজন হবে না। আগামী সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগে খসড়াটি পাঠানো হবে। নোট-গাইড থাকবে কিনা জানতে চাইলে সচিব বলেন, নোট-গাইড নিষিদ্ধ তবে, সহায়ক বই থাকবে। সচিব জানান, খসড়ায় তেমন কোনও পরিবর্তন হয়নি। কোচিং সেন্টার থাকছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বাণিজ্যিকভাবে কোচিং বন্ধ। বৈঠক সূত্রে জানা গেছে, বাসা ভাড়া নিয়ে শিক্ষার্থীদের বাণিজ্যিকভাবে কোচিং করানো যাবে না। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নীতিমালা অনুযায়ী একজন শিক্ষক অন্য বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীকে পড়াতে পারবেন। তবে নিজের বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াতে পারবেন না। বিদ্যালয়ের সময়ও শিক্ষকরা প্রাইভেট পড়াতে পারবেন না।
আরও খবর
- আরএমপি’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- উৎসব মুখর পরিবেশে উদ্যাপিত হলো রাজশাহী মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী
- যৌথভাবে সমুদ্র সম্পদ কাজে লাগাতে প্রস্তুত বাংলাদেশ
- কাল স্কুল, পরশু থেকে কলেজে ঈদের ছুটি
- বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫
- চাঁপাইনবাবগঞ্জ থেকে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চলবে ৬ জুলাই
- বাঘায় এক ব্যবসায়ীর জরিমানা
- জুনে ৩১১০ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০৪৭ জনের
- দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৮৯৭
- রাজশাহী নগরীতে রথযাত্রার উদ্বোধন
- পবায় পল্লী উন্নয়ন ক্ষুদ্র উদ্যোক্তা সদস্যদের মাঝে চেক বিতরণ
- বুয়েটে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
- যারা দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র করতে চায় তাদের বর্জন করুন : তথ্যমন্ত্রী
- ন্যাটো প্রসঙ্গে যা বললেন পুতিন
- স্নেক আইল্যান্ড থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার