শুক্রবার

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৯৫ অধ্যক্ষের পদ চতুর্থ থেকে ৩য় গ্রেডে উন্নীত

Paris
Update : সোমবার, ২০ জুন, ২০২২

এফএনএস : দেশের ৯৫টি সরকারি কলেজের অধ্যক্ষের পদ চতুর্থ থেকে তৃতীয় গ্রেডে উন্নীত করা হয়েছে। গতকাল রোববার সচিবালয়ে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এর অনুমোদন দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় জানায়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যাপকের বিদ্যমান পদটি ৪র্থ গ্রেডের এবং সিলেকশন গ্রেডের মাধ্যমে ৩য় গ্রেডে যাওয়ার সুযোগ ছিল না।

 

সরকারি কলেজগুলোর মধ্যে অনার্স এবং অনার্স-মাস্টার্স কলেজের বিভাগীয় প্রধানের পদটিও ৪র্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার। আর অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদটিও ৪র্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার। তাই প্রশাসনিক ভারসাম্য ও শৃঙ্খলার স্বার্থে বিভাগীয় শহরের ৯টি কলেজ ও অন্যান্য জেলার ৮৬টি কলেজসহ মোট ৯৫টি সরকারি কলেজের অধ্যক্ষ পদের বেতন গ্রেড জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ৪র্থ গ্রেড থেকে ৩য় গ্রেডে উন্নীত করা হলো।


আরোও অন্যান্য খবর
Paris