পাবনায় যৌন উত্তেজক ওষুধের কারখানা সিলগালা

এফএনএস : পাবনা সদর থানার হেমায়েতপুরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির অপরাধে একটি কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানার ম্যানেজার মিরাজুল ইসলামের (২৫) জেল-জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ ও ট্যাবলেট জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খাঁন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলা ডিবি পুলিশের একটি অভিযানিক দল গতকাল বৃহস্পতিবার দুপুরে ইম্পেল ল্যাবরেটরি (ইউনানি) কারখানা ও গুদামে অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার। এ সময় অবৈধভাবে তৈরিকৃত মানবদেহের জন্য ক্ষতিকারক বিপুল পরিমাণ বিভিন্ন যৌন উত্তেজক সিরাপ, যৌন উত্তেজক শরবত ও বিপুল পরিমাণ ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কারখানা ম্যানেজারে জেল-জরিমানা করে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইমপেল ল্যাবরেটরিতে অভিযান চালানো হয়। কোম্পানির ম্যানেজার মিরাজুল ইসলামকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন ওই ম্যানেজারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এরপর কারখানা-গুদাম সিলগালা করে দেওয়া হয়। ওসি আরও বলেন, জব্দ ওষুধগুলোর ল্যাব টেস্ট করা হবে। সেগুলো সিজার লিস্ট করে আপাতত গুদামের মধ্যেই তালা দিয়ে রাখা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নিয়ে এগুলোকে ধ্বংস করা হবে।
আরও খবর
- আমস্টারডামের লুকানো আকর্ষণের সন্ধান শুরু
- জালানি সঙ্কটে শ্রীলঙ্কায় স্কুল বন্ধ ঘোষণা
- রুটির দাম বাড়ায় যেভাবে মিশর জুড়ে ছড়িয়েছিলো রক্তাক্ত দাঙ্গা
- দেশে রপ্তানি আয়ের রেকর্ডে তৈরি পোশাক থেকে এসেছে ৮২ ভাগ
- বাংলাদেশকে আরও ৩৮ লাখ ফাইজারের টিকা দিলো যুক্তরাষ্ট্র
- ঢাবির ‘ক’ ইউনিটের ফলাফলে ৯০ শতাংশই ফেল
- ছেলে-মেয়েকে নিয়ে পদ্মা সেতুতে ক্যামেরাবন্দী প্রধানমন্ত্রী, দক্ষিণের ব্যাপক উন্নয়নের প্রতাশা
- লোডশেডিংয়ের কারণ-সমাধান কোনটাই জানেনা নেসকো
- প্রেমিকের ছুরিকাঘাতে কলেজ ছাত্রী নিহত!
- ‘জাফরুল্লাহর বক্তব্য আদালতকে হুমকি দেয়ার শামিল’
- মেয়রকে পদ্মা সেতুর স্মারক নোট প্রদান
- ‘১০ হাজার টাকার ত্রাণ দিতে ৪০ হাজার খরচ করা হচ্ছে’
- জুন মাসে ১৯৭ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ২০৪ জন
- মিস ইন্ডিয়া খেতাব জয় করলেন সিনি শেঠি
- রাজশাহীতে পশুহাটের নিরাপত্তায় পুলিশের মতবিনিময় সভা