শুক্রবার

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে তামাক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

Paris
Update : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

তথ্যবিবরণী  : ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় বিভাগীয় পর্যায়ে তামাক বিরোধী সেমিনার গতকাল রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্যসেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এবং রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এবং ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রম’ কর্মসূচির পরিচালক কাজী জেবুন্নেছা বেগম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন। বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় তামাক নিয়ন্ত্রন সেল এর সমন্বয়কারী ও অতিরিক্ত সচিব হোসেন আলী খন্দকার। অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সাকিল আহম্মদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্যানেল আলোচক ছিলেন স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় উপপরিচালক এবং ডিআইজি, রাজশাহী রেঞ্জ ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম বলেন, তামাক এমন একটি জিনিষ যার মধ্যে একটি গুণও নেই। এটা বিষ ছাড়া কিছুই নয়। তামাক সেবনে আমরা নিজেদের ক্ষতি করতে পারি না। ধুমপান করে আমরা শুধু নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি তা নয়, পরোক্ষ ধুমপানকারীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মেয়েদের মধ্যেও ধুমপানের প্রবণতা দেখা যাচ্ছে উল্লেখ করে কাজী জেবুন্নেছা বেগম বলেন, যুব সমাজকে ধুমপান থেকে সরাতে না পারলে তাদের ভবিষ্যৎ সুন্দর হবে না, জাতি ধ্বংস হয়ে যাবে। তিনি গণমাধ্যম কর্মীদেরকে নিজেদের দায়িত্বের স্থান থেকে তামাক বিরোধী প্রচারণার অনুরোধ জানান।


আরোও অন্যান্য খবর
Paris