শনিবার

২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পবায় উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

Paris
Update : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলা পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের জন্য বাজেট অনুমোদনের লক্ষ্যে উন্মুক্ত খসড়া বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদের সভা কক্ষে এই বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী। বাজেট সভায় ২০২২-২৩ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন, কাটাখালী পৌর ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত নান্নু, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিরিন মাহবুবা, উপজেলা সমাজ সেবা অফিসার ইমাম হাসান শামীম, উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম প্রামাণিক, উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএনএম জহুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা। বাজেট সভায় মোট ৮ কোটি ৬৯ লাখ ৫ হাজার ৯০২ টাকার বাজেট ঘোষণা করা হয়। ২০২২-২৩ অর্থ বছরের জন্য রাজস্ব বাজেট আয় ৬ কোটি ৬ লাখ ২২ হাজার ২৭৬ টাকা এবং এর ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৩৭৪ টাকা। এছাড়াও উন্নয়ন খাতে বাজেট আয় ৫ কোটি ৫৫ লাখ টাকা। এর ব্যয়ও ধরা হয়েছে ৫ কোটি ৫৫ লাখ টাকা। এরপর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিবন্ধী মুক্তিযুদ্ধা শিক্ষা বৃত্তি, যুব উন্নয়ন ট্রেনিং,মাদক, বাল্যবিবাহ নিয়ে আলোচনা করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris