পোরশা থেকে প্রতিনিধি : নওগাঁর পোরশায় পুকুরের পানিতে ডুবে উর্মি খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উর্মি খাতুন নিতপুর জেলেপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজেদের বাড়ির পাশের পুকুরে ঘটনাটি ঘটে। জানা গেছে, শিশু উর্মির মা বাড়ির পাশের একটি পুকুর পাড়ে ধান শুকাচ্ছিলেন।
এসময় মায়ের সাথে উর্মি ছিল। স্বল্প সময়ের জন্য উর্মিকে রেখে তার মা বাড়িতে আসেন। এরই মধ্যে উর্মি পুকুরে নেমে পড়ে। কিছু সময় পর স্থানীয়রা উর্মিকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।