শুক্রবার

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পবায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফাইনালে হরিয়ান ইউনিয়ন-নওহাটা পৌরসভা দল

Paris
Update : বুধবার, ১৮ মে, ২০২২

পবা প্রতিনিধি : পবায় উপজেলা প্রশাসনের আয়োজনে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব -১৭) এর সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার খেলার মাঠ প্রাঙ্গনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আসাদুজ্জামান, নওহাটা পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র দিদার হোসেন ভুলু, সংরক্ষিত কাউন্সিলর রেশভানু বেগম,

রাশেদা বেগম, ৮ নং হাবিবুর রহমান হাবিব, ৯ নং জাহাঙ্গীর আলম, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য আশরাফুল ইসলাম, দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মামুন রশিদ, হরিয়ান ইউনিয়ন পরিষদের প্রতিনিধিসহ প্রমুখ। পবা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সোহাগ রহমান এর তত্বাবধানে খেলা পরিচালনা করেন রেফারী আমিনুল ইসলাম, আফসার আলী, মাহাবুবুর রহমান বাচ্চু, ওয়াজনবী, মিলন মাহমুদ, বাদশা, সুমন এবং ধারা ভাষ্যে ছিলেন শাহিজুল ইসলাম, ইসারুল হক।

উল্লেখ্য, ৪র্থ দিনের ১ম সেমি ফাইনাল খেলায় হরিয়ান ইউনিয়ন পরিষদ দল ১-০ গোলে হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ দলকে পরাজিত করে বিজয়ী হন এবং ২য় সেমি ফাইনাল খেলায় নওহাটা পৌরসভা দল ১-০ গোলে দর্শনপাড়া ইউনিয়ন পরিষদ দলকে পরাজিত করে বিজয়ী হন। আগামী বৃহস্পতিবার (১৯ মে) বিকেল সাড়ে তিন টায় ফাইনাল খেলায় অংশগ্রহণ করবেন হরিয়ান ইউনিয়ন পরিষদ দল বনাম নওহাটা পৌরসভা দল।


আরোও অন্যান্য খবর
Paris