শুক্রবার

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গোয়ালকান্দি ইউনিয়নে এইচবিবি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

Paris
Update : বুধবার, ১৮ মে, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় এমপি এনামুল হকের প্রচেষ্টায় শুরু হলো তেলিপুকুর-কনোপাড়া উচ্চ বিদ্যালয় পর্যন্ত হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তার নির্মাণ কাজ। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় এইচবিবিকরণ ওই রাস্তার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন কালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকার, সংশ্লিষ্ট ঠিকাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ১.৫ কিলোমিটার মাটির এই রাস্তাটি সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে পড়তো।

এলাকাবাসী কষ্ট লাঘবে ওই রাস্তাটি জরুরী ভিত্তিতে এইচবিবিকরণ করছেন এমপি এনামুল হক। রাস্তাটির কাজ শেষ হলে কাদামাটির হাত থেকে রক্ষা পাবে হাজারো লোকজন। এইচবিবিকরণ রাস্তাটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। রাস্তাটি এইচবিবিকরণে ব্যয় হবে ৮৯ লাখ ১৯ হাজার ২৬৫ টাকা। রাস্তাটির ঠিকাদারী প্রতিষ্ঠান রাজশাহী সাহেব বাজারের ন্যাশনাল স্টোর।


আরোও অন্যান্য খবর
Paris