শুক্রবার

১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাগমারায় এক স্কুলের সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক এলাকাছাড়া! বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয় চার নেতা কখনো মৃত্যু ভয় করেননি : লিটন প্রেমিককে কুপিয়ে জখম করল প্রেমিকা! গোদাগাড়ীতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আরো ২ আসামি গ্রেপ্তার এমপি-মন্ত্রীর স্বজনদের সরে দাঁড়াতে নির্দেশ সেনাবাহিনীতে ভুয়া নিয়োগ দিয়ে টাকা হাতিয়ে নেওয়া তিন প্রতারক রাজশাহীতে গ্রেফতার পুঠিয়ায় শাশুড়িকে হত্যা করে লাশ গুম করেছিলেন পুত্রবধূ! রাজশাহীর ঢাকা বাসস্ট্যান্ডে আরডিএ’র জায়গা দখল করে স্থাপনা নির্মাণ! সারাদেশে উপজেলা নির্বাচনে ‘হস্তক্ষেপ’ নিয়ে চিন্তিত প্রার্থীরা মুজিবনগর সরকার আমাদের প্রেরণা : আসাদ

কলার খোসা ছাড়ানো শিখছে জাপানী রোবট

Paris
Update : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

এফএনএস : কারখানার উৎপাদন অথবা রেস্তোরাঁর খাবার ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার কাজে রোবটের ব্যবহার নতুন কিছু নয়। তবে এবার রোবটকে কলার খোসা ছাড়ানো শিখিয়েছেন জাপানের বিজ্ঞানীরা। উদ্দেশ্য, মানুষের হস্তক্ষেপ ছাড়া সম্ভব নয় এমন সূক্ষ্ম কাজগুলো রোবট দিয়েই যেন করা সম্ভব হয় অদূর ভবিষ্যতে। কলার খোসা ছাড়ানোর কাজে এখন পর্যন্ত জাপানের বিজ্ঞানীদের তৈরি রোবটটির সাফল্যের হার ৫৭ শতাংশ বলে জানিয়েছে রয়টার্স। তবে, রোবটের হাতে অক্ষতই থাকছে ফলগুলো।

রোবটকে কলার খোসা ছাড়ানো শেখানোর পেছনে বিজ্ঞানীদের মূল উদ্দেশ্য হচ্ছে কফি পৌঁছে দেওয়া বা ধাতব কোনো বস্তু বহনেরও বাইরে আরও সূক্ষ্ম বা কোমল কাজ করতে সক্ষম রোবট তৈরি করা। ইউনিভার্সিটি অফ টোকিওর গবেষকরা রোবটটির একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে ধাতব হাত দিয়ে কলা তুলে ধরে খোসা ছাড়াতে রোবটটির সময় লেগেছে তিন মিনিট। রয়টার্স জানিয়েছে, ‘ডিপ ইমিটেশন লার্নিং’ প্রক্রিয়ায় রোবটিকে প্রশিক্ষণ দিয়েছেন তিন গবেষক, হিচিওল কিম, ইওশিউকি ওহমুরা এবং ইয়াসুও কুনিওশি।

কলার খোসার ছাড়ানোর প্রক্রিয়া কয়েকশ বার রোবটটিকে দেখিয়েছেন গবেষকরা। এতে পুরো প্রক্রিয়ার যথেষ্ট ডেটা সংগ্রহ করে গবেষকদের নকল করতে শিখেছে রোবটটি। টানা ১৩ ঘণ্টার প্রশিক্ষণ শেষে কলার খোসা ছাড়াতে শেখে রোবটটি। রোবটটি নিয়ে এখন পরীক্ষা-নিরীক্ষা চললেও, কুনিওশির বিশ্বাস তার রোবট প্রশিক্ষণ কৌশল ভবিষ্যতে রোবটকে মানুষের বিভিন্ন কাজ করার প্রক্রিয়া শেখাতে পারবে। এ ছাড়াও, ভালো প্রশিক্ষণ পাওয়া রোবট জাপানের শ্রম সঙ্কট মোকাবেলাতেও ভূমিকা রাখবে বলে আশা করছেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris