শুক্রবার

২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে ওভিসি শ্যুটিং করলেন নির্মাতা প্রাচ্য পলাশ

Paris
Update : শনিবার, ২ এপ্রিল, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি : বেশ কিছু কনজ্যুমান প্রডাক্টের ব্র্যান্ডিংয়ে বিশেষ ওভিসি নির্মাণ শ্যুটিং গ্রীণসিটি রাজশাহীতে তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ। ‘আদর্শ গ্রুপ’র কনজ্যুমার আইটেমের জন্য নির্মিতব্য এ ওভিসি তে মডেল হিসাবে পারফর্ম করলেন ঢাকার মিষ্টি মেয়ে স্মিতা ইসরাত। রাজশাহী মহানগরীর পাঠানপাড়ার একটি অভিজাত বাসভবনে ওভিসি শ্যুটিং গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সুনামধন্য শিল্পপ্রতিষ্ঠান আদর্শ গ্রুপ সম্প্রতি ‘রেহানা খাঁটি সরিষার তেল, ‘রেহানা ফার্টিফাইড সয়াবিন তেল’, ‘রেহানা অ্যান্টিব্যাকটেরিয়াল হ্যান্ডওয়াস’, ‘রেহানা অ্যান্টিব্যাকটেরিয়াল ডিশওয়াশিং লিক্যুইড’,

‘রেহানা ডিসইনফেকট্যান্ট সারফেস ক্লিনার’, ‘রেহানা পাওয়ার প্লাস টয়লেট ক্লিনার’, ‘রেহানা পাওয়ার হোয়াইট সিনথেটিক ডিটারজেন্ট পাউডার’, ‘রেহানা লেমন ডিটারজেন্ট পাউডার’, ‘রেহানা সুপ্রীম ফেব্রিক হোয়াইটনার’, ‘রেহানা ন্যাচেরাল কেয়ার’, ‘রেহানা নিউট্রিটিপ সল্যুসন’ ইত্যাদি পণ্য বাজারজাত করেছে। আদর্শ গ্রুপের ব্যব¯’াপনা পরিচালক আলহাজ্ব মো: সাদিকুল ইসলাম জানান, বাছাইকৃত উন্নতমানের কাঁচামাল ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে আদর্শ গ্রুপ যাবতীয় পণ্য উৎপাদন করছে। তাই আদর্শ গ্রুপের সব পণ্য শতভাগ খাঁটি ও ভেজালমুক্ত।

আদর্শ গ্রুপ উৎপাদিত পণ্যের ওভিসি নির্মাণ করছে প্রাকৃত অ্যাডভার্টাইজিং। ওভিসি নির্মাতা প্রাচ্য পলাশ জানান, রাজশাহী অঞ্চলে অনেক শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেছে। কিন্তু বহু প্রতিষ্ঠান এখনো ব্র্যান্ডিং সার্ভিস না পেয়ে কাংখিত সাফল্য অর্জন করতে পারছে না। আমরা এ সার্ভিসকে আরো বিস্তৃত করতে মডেলসহ শ্যুটিং ইউনিট ঢাকার হওয়া সত্ত্বেও শ্যুটিং করছি রাজশাহীতে। বাংলাদেশি মিডিয়ায় মডেল কন্যা স্মিতা ইসরাতের পথ চলা দেড় বছর ধরে। স্মিতা এবাই প্রথম কনজ্যুমান প্রডাক্টের মডেল হলেন। মডেল স্মিতা ইসরাত জানান, তরুণ নির্মাতা প্রাচ্য পলাশ ভাইয়ার সেটে আদর্শ গ্রুপের ব্র্যান্ডিংয়ে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

আদর্শ গ্রুপ তাদের উৎপাদিত পণ্যের গুণমান সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়ার পর বাজারজাত করে। তাই আদর্শ গ্রুপের পণ্য ক্রয় করে প্রতারিত হওয়ার কোনো ঝুঁকি নেই। টিভিসি নির্মাণে ক্যামেরাম্যান ছিলেন ফিল্মের ক্যামেরাম্যান জুম্মন চৌধুরী, আলোক প্রক্ষেপনে জয়নাল শরীফ, মেকওভার ও কস্টিউমে মেহেদী কাজ করেছেন। উল্লেখ্য, ‘আদর্শ গ্রুপ’ এর যাত্রা ১৯৮৬ খ্রীস্টাব্দে শুরু হয়েছিলো ট্রেডিং ব্যবসা ‘আদর্শ ব্রাদার্স ভান্ডার’ দিয়ে এবং বর্তমানে ‘আদর্শ গ্রুপ’র সহযোগী প্রতিষ্ঠান রয়েছে চৌদ্দটি।


আরোও অন্যান্য খবর
Paris