শনিবার

২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বরেন্দ্র অঞ্চলের পানি ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠার দাবি

Paris
Update : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে পানি ব্যবস্থাপনায় ও কৃষি জমি ব্যবহারে সুশাসন প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি সেচের পানির জন্য দুই আদিবাসী কৃষকের আত্মহত্যায় প্ররোচনাকারী পাম্পের অপারেটর সাখাওয়াতের বিচার দাবি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উন্নয়ন সংগঠন পরিবর্তন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়েছে। এতে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন, ভারপ্রাপ্ত সাধারণ গণেশ মার্ডি, রাজশাহী মহানগর সম্পাদক আন্দ্রেয়াস বিশ্বাস, রুলফাউ এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন, আসাউস পরিচালক রাজকুমার সাও এবং পরিবর্তন পরিচালক রাশেদ রিপন।

বক্তারা বলেন, সম্প্রতি বিএমডিএ কর্তৃপক্ষ পুরোপুরি পানি ব্যবসায় নেমে পড়েছে। তারা কৃষকদের জন্য এক নিয়ম এবং কর্পোরেট কোম্পানির জন্য আরেক নিয়ম চালু করেছে। এই এলাকায় প্রাণ ও সেজানসহ বিভিন্ন কারখানায় এবং চালকলে ব্যাপক পানি উত্তোলন করা হচ্ছে। সেদিকে কর্তৃপক্ষের নজর নেই। তারা কৃষকের সেচের পানিতে কড়াকড়ি করছে। বরেন্দ্র এলাকায় ব্যাপকভাবে সাব মার্সিবল পাম্প বসানো হচ্ছে। এটি এই অঞ্চলের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে। তাই এ অবস্থা থেকে বেরিয়ে আসতে সবাইকে কাজ করতে হবে।


আরোও অন্যান্য খবর
Paris