শুক্রবার

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মান্দায় শ্মশান সংস্কারের দাবি

Paris
Update : বুধবার, ২৩ মার্চ, ২০২২

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় শবদেহ সৎকারে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের পাঁচ গ্রামের লোকজন। কবরস্থানের নির্ধারিত জায়গা না থাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বৈষ্ণব সম্প্রদায়ের লোকজনও একইভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। এ অবস্থায় ধুমকুড়ি মহাশ্মশান সংস্কার ও কবরস্থানের জায়গা বরাদ্দের দাবিতে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করেন সম্প্রদায়ের লোকজন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঠাকুরমান্দা রঘুনাথ জিঁউ মন্দির কমিটির সভাপতি ও মান্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চন্দন কুমার মৈত্র।

এসময় ধুমকুড়ি মহাশ্মশান কমিটির সভাপতি প্রদীপ কুমার প্রামানিক, সহসভাপতি সুদীপ্ত কুমার কুন্ডু, সদস্য ডা. সুকুমার প্রামানিক, অনিল কুমার সরকার, কাজল কুমার কুন্ডু, প্রদেশ কুমার সাহাসহ সম্প্রদায়ের অনেকে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে চন্দন কুমার মৈত্র বলেন, ধুমকুড়ি মহাশ্মশানে এলাকার কালিগ্রাম, কির্তলী, দেলুয়াবাড়ি, কালিসফা ও মহানগর গ্রামের লোকজন কয়েক পুরুষ ধরে শবদেহ সৎকার কাজে ব্যবহার করে আসছেন। সংস্কারের অভাবে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সম্প্রদায়ের লোকজনের চেষ্টায় কিছু কাজ করা হলেও ব্যবহার উপযোগী করে তোলা সম্ভব হয়নি। শ্মশানটি শবদেহ সৎকার উপযোগী করতে অনেক অর্থের প্রয়োজন।


আরোও অন্যান্য খবর
Paris