মঙ্গলবার

১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত এক আহত দশ থার্মোমিটারের পারদ ৪০ ডিগ্রি ছাড়ালো গোদাগাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জনের মনোনয়নপত্র দাখিল পাবনায় এক দিন একই হাসপাতালে ভুল চিকিৎসায় দুই প্রসূতির মৃত্যু! রাজশাহীতে পদ্মায় নিখোঁজ ২ শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার ঈদ-নববর্ষের ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু কোন দিকে যেতে পারে ইরান-ইসরায়েল সংঘাত? টানা পাঁচ দিনের ছুটি শেষ, আজ খুলছে অফিস মুক্তিপণ দিতে হয়েছে ৫০ লাখ ডলার বাংলাদেশি জাহাজ ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৮ জলদস্যু গ্রেফতার পুন্ড্র সাহিত্য সংসদ বসালো দুই বাংলার কবি লেখকদের মিলন মেলা

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ পর্যন্ত ৪ লেন সড়কের দাবীতে মানববন্ধন

Paris
Update : রবিবার, ২০ মার্চ, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : “দাবি একটাই, ৪ লেন মহাসড়ক চাই” এই শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ৪ লেনে উন্নীতকরণ ও নিরাপদ সড়কের দাবির অংশ হিসেবে আবারও মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সচেতন শিক্ষার্থী শিবগঞ্জ ও নিরাপদ সড়ক আনদোলন এর আয়োজনে গতকাল শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার ইসরাইল মোড়ে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বক্তব্য দেন- রহনপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ডা. মোঃ আজিজুল হক,

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর প্রতিনিধি ইসমাঈল হোসেন সিরাজী, মহানন্দা স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি নুরুল ইসলাম নুর, আদিনা ফজল্লু হক স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি সোওরব হোসেন আকাশ, সচেতন শিক্ষার্থী শিবগঞ্জ এর পক্ষে সাইমুল ইসলাম, রাহাত আলী, নিরাপদ সড়ক আনদোলনের পক্ষে ফাইয়াজ রহমান তনয়, আদর্শ মানবসেবা স্বোচ্ছাসেবী সংগঠনের পক্ষে জিহাদ আলীসহ অন্যরা।

বক্তারা বলেন-চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে প্রায় প্রতিদিন সড়ক দূর্ঘটনায় মানুষের মৃত্যু হয়ে। এতে কোন ভাবেই মৃত্যুর মিছিল থামছে না। ফলে চাঁপাইনবাবগঞ্জের বারঘোরিয়া থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত ৪ লেনে সড়ক উন্নতিকরণের দাবি জানান বক্তারা। বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে চাঁপাইনবাবগঞ্জের বারঘোরিয়া থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত ৪ লেনে সড়ক বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন কর্মসূচি পালন করবে চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছা সেবী সংগঠনগুলো।

বক্তারা আরো বলেন, যতদিন চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসির দাবি বাস্তবায়ন না হবে, ততদিন আমাদের দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি চলতেই থাকবে। শুধু তাই নয়, আজকের পর থেকে সড়ক দূর্ঘটনায় যদি আরো কোন প্রাণ হারায় তাহলে জেলাবাসিকে সাথে নিয়ে কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তাই আমাদের আর কোন মায়ের বুক খালি হওয়ার আগে চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি থেকে। মানববন্ধনে কানসাট যুব উন্নয়ন সংস্থা, কানসাট নিউজ পাঠক ফোরাম, বিশ্বাস স্বেচ্ছাসেবী সংস্থা, মহানন্দা স্বেচ্ছাসেবী সংস্থা,

শ্যামপুর বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন, আদিনা কলেজ স্বেচ্ছাসেবী সংগঠন, বিসর্গ ফোরাম, শিবগঞ্জ গৌড় (ম্যাংগো সিটি), শিবগঞ্জ হেল্টলাইনসহ মোট ৩১টি স্বেচ্ছাসেবী সংগঠন অংশগহণ করেন। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়ক ও আঞ্চলিক সড়কে প্রতিদিন ঘটছে দূর্ঘটনা। ফলে, কেউ হারাচ্ছে প্রাণ, কেউ মৃত্যুও সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালের বেডে। তাই নিরাপদ সড়ক ও মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবিতে গত বৃহষ্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর মোড়ে জেলার ৩১টি স্বেচ্ছাসেবী সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করে। এইর কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।


আরোও অন্যান্য খবর
Paris