বৃহস্পতিবার

১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাগমারায় এক স্কুলের সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক এলাকাছাড়া! বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয় চার নেতা কখনো মৃত্যু ভয় করেননি : লিটন প্রেমিককে কুপিয়ে জখম করল প্রেমিকা! গোদাগাড়ীতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আরো ২ আসামি গ্রেপ্তার এমপি-মন্ত্রীর স্বজনদের সরে দাঁড়াতে নির্দেশ সেনাবাহিনীতে ভুয়া নিয়োগ দিয়ে টাকা হাতিয়ে নেওয়া তিন প্রতারক রাজশাহীতে গ্রেফতার পুঠিয়ায় শাশুড়িকে হত্যা করে লাশ গুম করেছিলেন পুত্রবধূ! রাজশাহীর ঢাকা বাসস্ট্যান্ডে আরডিএ’র জায়গা দখল করে স্থাপনা নির্মাণ! সারাদেশে উপজেলা নির্বাচনে ‘হস্তক্ষেপ’ নিয়ে চিন্তিত প্রার্থীরা মুজিবনগর সরকার আমাদের প্রেরণা : আসাদ

মান্দায় ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত

Paris
Update : সোমবার, ১৪ মার্চ, ২০২২

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় বেপরোয়া গতির ইটবোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে উল্টে গিয়ে একজন নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেল ৪টার দিকে মান্দা-নিয়ামতপুর সড়কের কানারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আকাশ মন্ডল (২৩)। তিনি উপজেলার পরানপুর ইউনিয়নের জিওল গ্রামের লালচান মন্ডলের ছেলে। ঘাটকৈর মোড়ে জীবন কুন্ডুর ইটভাটার একটি ট্রাক্টরে শ্রমিকের কাজ করছিলেন তিনি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভাটা থেকে ট্রাক্টরে ইটবোঝাই করে চালক মামুনসহ শ্রমিক মারুফ ও আকাশ নিয়ামতপুরে যাচ্ছিলেন।

পথে কানারমোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে গভীর খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আকাশ মারা যান। এসময় ট্রাক্টরের চালক মামুন ও আরেক শ্রমিক মারুফ পালিয়ে যান। নিহত আকাশের স্বজনরা জানান, আকাশ প্রতিদিনের মত সকালে খাওয়া-দাওয়া করে ইটভাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। দুপুরে তিনি আর বাড়ি ফিরে আসেননি। বিকেলে দুর্ঘটনায় তাঁর মৃত্যুর সংবাদ জানা যায়।

মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ আবুল কাসেম দেওয়ান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত আকাশের মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে। মান্দা থানার উপপরিদর্শক ইয়াকুব আলী জানান, নিহত আকাশের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris