মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদকসহ দুইজন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪ জন। গত বুধবার সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোস সহ তাহেরপুর পাটহাটার মোড় থেকে ৬ গ্রাম হেরোইন সহ জিন্নাত মন্ডল (২৮) এবং সৌরপ কুমার সরকারকে (২২) গ্রেপ্তার করে। অপরদিকে গ্রেপ্তারি পরোয়ানাভ্ক্তু আসামী রামরামা গ্রামের জহির উদ্দীনের ছেলে মিলন হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
সেই সাথে হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মিজানুর রহমান অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভ্ক্তু তিন জন আসামীকে গ্রেপ্তার করে। তারা হল আউচপাড়া ইউনিয়নের বাহামনি গ্রামের জনবক্স এর ছেলে আজাদ আলী এবং নরদাশ ইউনিয়নের কাষ্টনাংলা গ্রামের লতিফের ছেলে লিটন ও ফরহাদ আলী। মাদক উদ্ধারের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ।