স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর দুর্গাপুর আউটলেট শাখার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ হলরুমে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্গাপুর আউটলেট শাখার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল রানা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের কর্মকতা এসএম মাসুদ রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নওপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল আলম।
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রাজশাহী জেলা শাখা ব্যবস্থাপক আরিফ শাহনেওয়াজ, সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পৌর মেয়র ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ, রাজশাহী জেলা শাখা ব্যবস্থাপক আরিফ শাহনেওয়াজ, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শ্রী অশোক কুমার, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ তদন্ত (ওসি) নয়ন,
জেলা আওয়ামী লীগের সদস্য একেএম শামসুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শরিফুজ্জামান শরিফ, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড দুর্গাপুর আউটলেট শাখা’র পরিচালক উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান মিঠু।
উপস্থিত ছিলেন নওপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল আলম, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, মাড়িয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাট, জয়নগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, দুর্গাপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুর রব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, পৌর কাউন্সিলরবৃন্দ, ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীবৃন্দ।