শুক্রবার

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অনলাইনে যাচ্ছে না রাবি সশরীরেই ক্লাস-পরীক্ষা

Paris
Update : শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২

রাবি প্রতিনিধি : করোনা সংক্রমণ বেড়ে গেলেও এখনই অনলাইন ক্লাসে যাচ্ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। আপাতত সশরীরেই চলবে ক্লাস-পরিক্ষা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে রাবি উপ উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, আমরা আপাতত অনলাইন ক্লাসে যাচ্ছি না। সব রকম স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস পরীক্ষা চলবে। তবে কোন বিভাগ যদি প্রয়োজন মনে করে তাহলে তারা নিজ উদ্যোগে অনলাইনে ক্লাস নিতে পারবে।

তিনি আর বলেন, প্রতিটি হলে ৪ টি করে আইসোলেশন রুমের ব্যবস্থা করা হয়েছে। এবং হলের শিক্ষার্থীদের জন্য হাত ধুয়ে হলে প্রবেশ নিশ্চিত করতে প্রভোস্টদের জানানো হয়েছে। করোনায় কোন শিক্ষার্থী আক্রান্ত হলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আইসোলেশন রেখে চিকিৎসা করা হবে। প্রয়োজনে রাজশাহী মেডিকেল কলেজ বা অন্য কোনো হাস্পাতালে চিকিৎসা দেয়া হবে। এছাড়া উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া বলেন, ক্যাম্পাসের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ক্যাম্পাসের দোকানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে কঠোর স্বাস্থ্যবিধি মানা হবে।


আরোও অন্যান্য খবর
Paris