মঙ্গলবার

২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে প্রতারণার ক্লু ধরে শিক্ষা উপবৃত্তির টাকা আত্মসাত চক্রের মুল হোতসহ ৮ জন গ্রেফতার রাজশাহীর ঢাকা বাসস্ট্যান্ডে এভারগ্রীণ’র দখল করে নির্মাণাধীণ কাউন্টার উচ্ছেদ করলো আরডিএ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার করা হলে বিশ্ব রক্ষা পেতো : প্রধানমন্ত্রী শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পানির তীব্র সংকট, ভোগান্তিতে রোগী-স্বজনরা নিয়ামতপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড রাজশাহীতে নারীর মোবাইল ফোন-ব্যাগ ছিনতাই, তিন ছিনতাইকারী গ্রেফতার রাসিককে সুদৃঢ় আর্থিক ভিত্তির উপর দাঁড় করতে চাই : মেয়র কাতারের আমির আসছেন আজ, সম্ভাবনা কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের বাজার দখলের সুযোগ বালিশকাণ্ডের সেই প্রতিষ্ঠান নির্মাণ করছে রাবির হল, অনিয়মের অভিযোগে দুদকের হানা/৩ সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ২২ মাদকসেবী আটক করলো র‌্যাব

Paris
Update : শনিবার, ১ জানুয়ারি, ২০২২

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনকালে ২২ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব-৫। শুক্রবার দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার পৌরসভাধীন ৩ নং ওয়ার্ডের হুজুরাপুর খালঘাট গ্রামের জনৈক মোঃ শরীফুল আলম এর বাড়ীর উত্তর পাশে ফাকা জায়গার নদীর পাড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময়, ঠিক মাদক সেবন করার সময় তাদের আটক করা হয়। র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, আটক ২২ মাদকসেবীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার ২৫০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসায় তারা সকলে মাদকসেবী হিসেবে প্রাথমিকভাবে জানা যায়।

মামলা দায়ের পুর্বক তাদেরকে সদর মডেল থানায় তাদের হস্তান্তর করে এবং পরে মামলা রুজু করা হয়েছে। আটক মাদকসেবীরা সকলেই চাঁপাইনবাবগঞ্জ জেলার। মামলার আসামী মাদক সেবীরা হচ্ছে, জেলার ১৫ নং ওয়ার্ডের বড়ইন্দ্রিরা মোড় ইসলামপুরের মৃত কালু মিয়া ও মোছাঃ আকেমার ছেলে ১। মোঃ সেলিম (৪০), ২নং ওয়ার্ডের মহারাজপুর হুজরাপুর পশ্চিম পাড়ার মৃত হিরা লাল ও শ্রী রবির ছেলে ২। শ্রী অমিত (৩০), ১ নং ওয়ার্ডের হুজরাপুর জিয়ানগরের মৃত শেখ আঃ বারেক ও মোছাঃ মনোয়ারার ছেলে ৩। মোঃ ওমর ফারুক (২২) ,৬ নং ওয়ার্ডের নুনগোলা কেডিসি পাড়ার মোঃ দুলু ও মৃত আকিদুন খাতুনের ছেলে ৪। মোঃ রবিউল ইসলাম (২৫),৮ নং ওয়ার্ডের বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদবপুর বালুচরের মৃত একরাম আলী ও মৃত ছালেহার ছেলে

৫। মোঃ রাজিবুল ইসলাম (৩০), ৩নং ওয়ার্ডের আলিনগর ভুতপুকুরের মৃত সিরাজুল ইসলাম ও মোছাঃ মাসকুরা বেগমের ছেলে ৬। মোঃ সাজেমান আলী হাবু (৩৬), ১৫নং ওয়ার্ডের ফকির পাড়া নিমতলার মোহাম্মদ আলী ও লায়লা বেগমের ছেলে ৭। মোঃ তুষার আলী (২৪),৯নং ওয়ার্ডের বালিয়াডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুরের মোঃ আফসার আলী ও মোছাঃ শাহনারা বেগমের ছেলে ৮। মোঃ শামীম (৪২), ১নং ওয়ার্ডের চরঅনুপনগর ইউনিয়নের চর কাশিমপুর গ্রামের মোঃ গোলাম রব্বানী ও মোছাঃ নেফুর বেগমের ছেলে ৯্। মোঃ বাসির (৪০),পৌরসভার ১নং ওয়ার্ডের নয়াগোলার মোঃ আব্দুল কাইয়ুম ও মৃত রাহেলার ছেলে ১০। মোঃ হযরত আলী (৩০), ১নং ওয়ার্ডের বিদিরপুর গ্রামের মৃত লুৎফর রহমান ও মোমেনা বেগমের ছেলে ১১। মোঃ শফিকুল ইসলাম ভুট্ট (৪২),

৮নং ওয়ার্ডের লক্ষীপুর উত্তর পাড়ার মোঃ আজাবুল ও মোছাঃ ছামেনা বেগমের ছেলে ১২।মোঃ আজিম (২৯),৮নং ওয়ার্ডের বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর চিকনপিাড়ার মোঃ আক্তারুল ও সুফিয়া বেগমের ছেলে ১৩। মোঃ আঃ খালেক (২৮),শিবগঞ্জ থানার ৭নং ওয়ার্ডের জালমাছমারী গ্রামের মৃত সিরাজুল ইসলাম ও মোছাঃ নুরজাহানের ছেলে ১৪। নুর নবী (২৮), ৯নং ওয়ার্ডের লক্ষীপুর মাস্টার পাড়ার আঃ লতিফ ও মোছাঃ ফুনকির ছেলে ১৫। মোঃ সেলিম (৩০), ৮নং ওয়ার্ডের বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত ফিনু হোসন ও মোছাঃ নার্গিস বেগমের ছেলে ১৬। মোঃ ইসমাইল হোসেন (৩০), ৮নং ওয়ার্ডের লক্ষীপুর চিকনপিাড়ার মোঃ কালু আলী ও সেরেনা বেগমের ছেলে ১৭।মোঃ রুহুল আমিন (৩৫), ৮নং ওয়ার্ডের বারঘরিয়া লক্ষীপুরের মোঃ আইয়ুব আলী ও মৃত খুকি বেগমের ছেলে ১৮। মোঃ সেমাজুল (৫০), ১৫নং ওয়ার্ডের পিটি আই বস্তির মৃত শফিকুল ইসলাম ও

মৃত তাসলিমার ছেলে ১৯। মোঃ তসলিম (১৯),বারঘরিয় ইউনিয়নের চামাগামের মোঃ পাঠান আলী ও তানজিলার ছেলে ২০।মোঃ নাইম (২৫),৪নং ওয়ার্ডের বারঘরিয়া নীলবুটির মাঠের মৃত হবিবুর রহমান ও আয়াতন বেগমের ছেলে ২১।মোঃ তাইফুর (৬০) এবং ৫ নং ওয়ার্ডের মহারাজপুর ইউনিয়নের আকন্দ বাড়িয়া গ্রামের মৃত নাইমুল ও সোহাগি বেগমের ছেলে মোঃ বাবু (২৫)।


আরোও অন্যান্য খবর
Paris