শুক্রবার

২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগমারায় ১৬ ইউনিয়নে ৬৯ চেয়ারম্যান, সংরক্ষিত ১৭২, সদস্য পদে ৫৮৪ জনের মনোনয়নপত্র দাখিল

Paris
Update : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

শামীম রেজা : আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর বাগমারায় ১৬টি ইউনিয়নে ৬৯ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা পদে ১৭২ জন এবং সাধারণ সদস্য পদে ৫৮৪ জন গত বৃহস্পতিবার বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়ন ফরম দাখিল করেছেন। গত ২৭ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত চলে মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদান কার্যক্রম। আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য এবং সাধারণ সদস্য পদের প্রার্থীগণ মনোনয়ন ফরম উত্তোলন ও দাখিল করেন। এদিকে মনোনয়ন ফরম যাচাই-বাছাই আগামী ১২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর এবং উপজেলার ১৬ টি ইউনিয়নে ৫ জানুয়ারী এক যোগে অনুষ্ঠিত হবে নির্বাচন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর সূত্রে জানাগেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম দাখিল করেছেন নৌকার প্রার্থী আল-মামুন প্রামানিক, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান, বাবুল হোসাইন, শাহানাজ বেগম, বিজন সরকার, সুরাত আলী এবং মামিনুল ইসলাম সেই সাথে সংরক্ষিত মহিলা সদস্য ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৪৭ জন, নরদাশ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী গোলাম সারওয়ার আবুল, স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন, আব্দুর রশিদ এবং নূর আলমসহ সংরক্ষিত মহিলা সদস্য ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৪৭ জন, দ্বীপপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী আব্দুল হামিদ প্রামানিক,

স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম ও বিকাশ চন্দ্র ভৌমিক সহ সংরক্ষিত মহিলা সদস্য ১০ জন এবং সাধারণ সদস্য পদে ২৮ জন, বড় বিহানালী ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী রেজাউল করিম রেজা, স্বতন্ত্র প্রার্থী মাহমুদুর রহমান মিলন, হাসিনা ইসলাম, মোশারফ হোসেন ও আবু বাক্কার সিদ্দিক সহ সংরক্ষিত মহিলা সদস্য ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৪৩ জন, আউচপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী সরদার জান মোহাম্মদ, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম, আব্দুল জলিল সরদার, মাহাতাবুর রহমান, ডি.এম সাফিকুল ইসলাম ও এমরান আলী সহ সংরক্ষিত মহিলা সদস্য ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩৭ জন, শ্রীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মকবুল হোসেন মৃধা, স্বতন্ত্র প্রার্থী পারভেজ চৌধুরী ও আনিছার রহমান সহ সংরক্ষিত মহিলা সদস্য ৬ জন

এবং সাধারণ সদস্য পদে ৩০ জন, বাসুপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী লুৎফর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার মন্ডল সহ সংরক্ষিত মহিলা সদস্য ১১ জন এবং সাধারণ সদস্য পদে ৩১ জন, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীআয়েন উদ্দীন ও স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক সহ সংরক্ষিত মহিলা সদস্য ৯ জন এবং সাধারণ সদস্য পদে ২৫ জন, শুভডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী আব্দুল হাকিম প্রামানিক, স্বতন্ত্র প্রাথী মোশারফ হোসেন ও আবু সামা মিস্টার সহ সংরক্ষিত মহিলা সদস্য ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪০ জন, মাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী আসলাম আলী আসকান, স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক,

নাছিমা বেগম ও আকবর আলী সহ সংরক্ষিত মহিলা সদস্য ১১ জন এবং সাধারণ সদস্য পদে ৩০ জন, গনিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী এস.এম. এনামুল হক, স্বতন্ত্র প্রার্থী হারুন-অর-রশিদ, মনিরুজ্জামান মন্ডল ও আফসার আলী সহ সংরক্ষিত মহিলা সদস্য ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৪৪ জন, ঝিকরা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী আব্দুল হামিদ ফৌজদার, স্বতন্ত্র প্রার্থী শাহাদৎ হোসেন, রফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম, ফাইমা বিবি ও ইব্রাহীম আলী প্রামানিক সহ সংরক্ষিত মহিলা সদস্য ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৪১ জন, গোয়ালকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী আলমগীর সরকার, স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ, আব্দুল মজিদ খাঁন ও

জিতেন্দ্রনাথ প্রামানিক সহ সংরক্ষিত মহিলা সদস্য ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪১ জন, হামিরকুৎসা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী সানোয়ারা খাতুন, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন, শাফিনুর নাহার, আব্দুল বারি, রাশেদুল হক, মাহাবুর রহমান, বেলাল উদ্দীন শাহ, আহসান হাবিব, জাহাঙ্গীর আলম ও দেলোয়ার হোসেন সহ সংরক্ষিত মহিলা সদস্য ১১ জন এবং সাধারণ সদস্য পদে ৩৫ জন, যোগীপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম বাদশা, স্বতন্ত্র প্রার্থী এম.এফ. মাজেদুল হক সোহাগ ও মোস্তফা কামাল প্রামানিক সহ সংরক্ষিত মহিলা সদস্য ৯ জন এবং সাধারণ সদস্য পদে ৩৭ জন এবং সোনাডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী আজাহারুল হক,

স্বতন্ত্র প্রার্থী তহিদুল ইসলাম ও মোজাফ্ফর হোসেন সহ সংরক্ষিত মহিলা সদস্য ৯ জন এবং সাধারণ সদস্য পদে ২৮ জন।উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬৯ জন চেয়ারম্যান সহ ৭৫৬ জন মনোনয়ন ফরম দাখিল করেছেন। আগামী ১২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। সেই সাথে ১৯ ডিসেম্বর কোন প্রার্থী যদি তার মনোনয়নপত্র উত্তোলন করেন তাহলে অবশিষ্টদের চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচিত করা হবে। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris