শুক্রবার

২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবি ব্যাংকের ১৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৫ জনকে গ্রেফতারের নির্দেশ

Paris
Update : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

এফএনএস : এবি ব্যাংক থেকে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে ১৭৬ কোটি ১৮ লাখ টাকা অর্থআত্মসাতের অভিযোগের মামলায় ১৫ আসামিকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। ওই মামলার দুই আসামির জামিন শুনানিকালে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামিপক্ষে ছিলেন গোলাম আব্বাস চৌধুরী দুলাল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

গত ৮ জুন এরশাদ ব্রাদার্স করপোরেশনের মালিক এরশাদ আলী, ব্যাংকের সাবেক এমডি শামীম আহমেদসহ ১৭ জনের বিরুদ্ধে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার আসামিরা হলেন, এরশাদ ব্রাদার্স করপোরেশনের মালিক এরশাদ আলী, এবি ব্যাংক কাকরাইল শাখার সাবেক ম্যানেজার এ বি এম আবদুস সাত্তার, কাকরাইল শাখার সাবেক রিলেশনশিপ ম্যানেজার মো. আবদুর রহিম, কাকরাইল শাখার এসভিপি মো. আনিসুর রহমান, সাবেক ভিপি শহিদুল ইসলাম, এভিপি মো. রুহুল আমিন, ইভিপি ওয়াসিকা আফরোজ, সাবেক ইভিপি মুফতি মোস্তাফিজুর রহমান, সাবেক এসইভিপি

সালমা আক্তার, এভিপি মো. এমারত হোসেন ফকির, সাবেক প্রিন্সিপাল অফিসার মো. তৌহিদুল ইসলাম, এমভিপি শামীম এ মোরশেদ, কাকরাইল শাখার ভিপি খন্দকার রাশেদ আনোয়ার, এভিপি সিরাজুল ইসলাম, সাবেক ভিপি মোহাম্মদ মাহফুজ উল ইসলাম, কাকরাইল শাখার ডিএমডি মশিউর রহমান চৌধুরী ও সাবেক এমডি শামীম আহমেদ। দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১ এ এই মামলাটি দায়ের করা হয়।

পরে শহিদুল ইসলাম ও আবদুর রহিম হাইকোর্টে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। নিম্ন আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর তারা উচ্চ আদালতে জামিন চেয়ে আবেদন করেন। সেই আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার আদেশ দেন হাইকোর্ট। পাশাপাশি তাদেরকে কেন জামিন দেওয়া হবে না সেই মর্মে রুল জারি করেন বলে জানান আইনজীবী খুরশীদ আলম খান।


আরোও অন্যান্য খবর
Paris