শুক্রবার

২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ১১ মাদকসেবীর আটক

Paris
Update : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মাদকবিরোধী অভিযানে ১১ মাদকসেবীকে আটক করে মামলা দায়ের করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শনিবার রাত্রী সাড়ে ১১টায় অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার ১৩ নং ওয়ার্ডের রেহাইচর গ্রামের ডাঃ আ. ম মেসবাহুল হক (বাচ্ছু ডাক্তার) স্টেডিয়ামের উত্তর পশ্চিম দিকে দর্শক গ্যালারির নীচে অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে তাদের আটক করে র‌্যাব। পরে সদর থানায় মামলা দায়ের পুর্বক তাদেরকে থানায় সোপর্দ করা হয়।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত শনিবার রাত্রী সাড়ে ১১টায় র‌্যাব-৫ রাজশাহী ক্যাম্পের একটি দল কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলী এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান চালায়। এ অভিযানে মাদক সেবনকালে ১১ মাদকসেবীকে হাতেনাতে আটক করে। পরে জেলা হাসপাতালে তাদের চিকিৎসা করে মাদকসেবী প্রমানিত হলে তাদেরকে আসামী করে সদর থানায় সোপর্দ করা হয়। আটক মাদকসেবীরা হলো –সদর থানার ১৫নং ওয়ার্ডের মসজিদপাড়ার মৃত তোজাম্মেল হোসেন ও মৃত রহিতন বেগমের ছেলে মোঃ এনামুল হক (৪৩),রাজশাহী জেলার টুঠিয়া থানার

বারইপাড়া গ্রামের মৃত বদিউজ্জামান ও মোছাঃ নুরজাহানের ছেলে মোঃ নজরুল ইসলাম টুটল(৩৪),নবাবগঞ্জ পৌরসভার ০৩ নং ওয়ার্ডের মিলকি মোড় পিয়ারা বাগানের মৃত জালাল উদ্দিন ও মৃত হানিফা বেগমের ছেলে মোঃ জাকারিয়া(৫৫),সদর থানার ১৫নং ওয়ার্ডের মেডিকের মোড় পিয়ারা বাগানের মৃত নুরুল ইসলাম ও মৃত শরিফা বেগমের ছেলে মোঃ মিলন বিশ^াস(৩৬),সদর থানার ০২নং ওয়ার্ডের খালঘাটের মৃত মজিবুর রহমান ও মোছাঃ জয়নাবের ছেলে মোঃ টিটু হোসন(৩৬),সদর থানার ৩নং ওয়ার্ডের আলিনগর গ্রামের মোঃ শরিফুল ইসলাম ও মোছাঃ আসমা বেগমের ছেলে মোঃ ইয়াদুল

ইসলাম (১৯),রাজশাহী জেলার কাটাখালি থানার ০৮নং ওয়ার্ডের শ্যামপুর হালদারপাড়া গ্রামের মোঃওয়াজেদ আলী ও মোছাঃ তোসলিমার ছেলে মোঃ রহিম আলী(৩২),সদর থানার মহারাজপুর গ্রামের জালাল ও মোছাঃ লুছি বেগমের ছেলে মোঃ মালেক (২৮),গোয়ালবাড়ি গ্রামের মোঃ আশাদুল ও তাসেনুর বেগমের ছেলে মোঃ আব্দুর রাজু(৩৫),বারঘরিয়া লাহারপুর গ্রামের মৃত বিশারত আলী ও মোছাঃ রকিয়া বেগমের ছেলে মোঃ ওবাইদুল রহমান(৪৩) এবং সদর থানার নাগরাজপাড়ার(কোর্ট এরিয়া)মোঃ সাইফুল আহসান ও মোছাঃ মুনছুরা বেগমের ছেলে মোঃ রেজায়ান আহসান(১৯)। এসময় তাদের কাছ থেকে ৮টি সিমকার্ড, ২টি মেমোরীকার্ডসহ ৫টি মোবাইল ফোন, গ্যাস লাইটার ২টি, গাঁজা সেবনের কলকী ১টি, এবং ১টি কেচি জব্দ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris