বৃহস্পতিবার

২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্রীন প্লাজা’র ৫ম প্রকল্পের ‘গ্রীন ছায়েরা মঞ্জিল’ এর শুভ উদ্বোধন মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের জন্য কর্মশালা অনুষ্ঠিত থাইল্যান্ডে শেখ হাসিনা লাল গালিচা সংবর্ধনা সাবধান! রাজশাহীতে নকল ফ্লেভার্ড ড্রিংকস-আইস ললি রাজশাহীতে জোরপূর্বক একাধিক ফ্ল্যাট দখলের অভিযোগ এক পুলিশ সুপারের বিরুদ্ধে বাংলাদেশ-কাতার ১০ চুক্তি সই গোদাগাড়ীতে সাড়ে ৬ কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ি এজাজুল হক ঝাবু গ্রেফতার রাজশাহীতে বৃষ্টির জন্য কোথাও ইসতিসকার নামাজ আদায় আবার কোথাও ব্যাঙের বিয়ে রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে প্রতারণার ক্লু ধরে শিক্ষা উপবৃত্তির টাকা আত্মসাত চক্রের মুল হোতসহ ৮ জন গ্রেফতার

মান্দায় দুই কৃষকের চারটি গরু চুরি

Paris
Update : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় গোয়ালঘরের তালা কেটে দুই কৃষকের চারটি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরদল। গত বুধবার দিবাগত রাতে উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর গ্রামে চুরির এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষকরা হচ্ছেন মহানগর গ্রামের আনিছুর রহমান আনিচ ও ইমরান হোসেন। ঘটনার পর রুবেল হোসেন নামে এক সোর্সের মাধ্যমে চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে অভিযানে নামে পুলিশ। বৃহস্পতিবার গভীররাত পর্যন্ত রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ব্যর্থ হন তাঁরা।

ভুক্তভোগী কৃষক ইমরান হোসেন জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঘুম থেকে জেগে গোয়ালঘরে গিয়ে দেখেন ঘরের তালা কাটা, গরুও নেই। তাঁর চিৎকারে বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা এগিয়ে আসেন। এসময় জানা যায় একইভাবে প্রতিবেশী আনিচের গোয়ালঘরের তালা কেটে বিদেশী জাতের দুটি বাছুর গরু চুরি করে নিয়ে গেছে চোরেরদল।

কৃষক আনিছুর রহমান আনিচ বলেন, ঘটনার পর সন্দেহের সূত্র ধরে শালদহ গ্রামের শাকিল, তারেক ও কাদেরকে ধরে আনা হয়। তাঁদের দেওয়া তথ্যমতে রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় অভিযান দেয় পুলিশ। কিন্তু গরুগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বৃহস্পতিবার রাতে আটক ব্যক্তিদের তাঁদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান দেওয়া হয়েছে। কিন্তু সঠিক তথ্যের অভাবে গরুগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।


আরোও অন্যান্য খবর
Paris