বৃহস্পতিবার

২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্রীন প্লাজা’র ৫ম প্রকল্পের ‘গ্রীন ছায়েরা মঞ্জিল’ এর শুভ উদ্বোধন মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের জন্য কর্মশালা অনুষ্ঠিত থাইল্যান্ডে শেখ হাসিনা লাল গালিচা সংবর্ধনা সাবধান! রাজশাহীতে নকল ফ্লেভার্ড ড্রিংকস-আইস ললি রাজশাহীতে জোরপূর্বক একাধিক ফ্ল্যাট দখলের অভিযোগ এক পুলিশ সুপারের বিরুদ্ধে বাংলাদেশ-কাতার ১০ চুক্তি সই গোদাগাড়ীতে সাড়ে ৬ কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ি এজাজুল হক ঝাবু গ্রেফতার রাজশাহীতে বৃষ্টির জন্য কোথাও ইসতিসকার নামাজ আদায় আবার কোথাও ব্যাঙের বিয়ে রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে প্রতারণার ক্লু ধরে শিক্ষা উপবৃত্তির টাকা আত্মসাত চক্রের মুল হোতসহ ৮ জন গ্রেফতার

র‌্যাবের হাতে আটক ১৪ মাদকসেবীর বিরুদ্ধে মামলা

Paris
Update : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : মাদক সেবনের দায়ের ১৪ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। এঘটনায় ১৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পৃথক অভিযানে মাদকসহ দুজনকে আটক করেছে র‌্যাব সদস্যরা। র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১৭ অক্টোবর সোয়া ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর এলাকার স্টেডিয়ামের গ্যালারির নিচ থেকে হেরোইন, গাঁজা, গাঁজা কাটার কেচি, কাগজের পাইপ এবং গ্যাসলাইট উদ্ধার করা হয়।

এসময় মাদকসেবনরত অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মোঃ হালিম (৩৫), আলীনগরের মোঃ সুজন মিয়া (৩৯), জিয়ানগরের মোঃ হেলাল (৩৫) ও মোঃ রবিন বাবু (৫৬), খালহাটের শ্রী গৌতম (৫০), বারুপাড়ার মোঃ রবিউল ইসলাম (২৫), নাম সংকর বাটির মোঃ বাবু (২৫), হেলানপুর টিকটিকিপাড়া মোঃ নয়ন আলী (১৯), শিবতলার মোঃ সাদ্দাম (২৯), মহারাজপুরের ভাগ্যবানপুর গায়েনপাড়ার মোঃ শাহিন (৩৫), বারঘরিয়া লাহারপুরের ব্রোজেন সরকার (৪০), নাচোলের পিরপুর শাহানাপাড়ার মোঃ জাফিরুল (৩০), বারঘরিয়া লক্ষিপুর ফকিরপাড়ার মোঃ শাহীন (১৯), গোদাগাড়ী উপজেলার মাটিকাটার মোঃ দুলাল আলী (৩৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে এসে উল্লেখিত স্থানে একত্রিত হয়ে তারা মাদক সেবন করেছে এবং নেশাগ্রস্থ অবস্থায় এলাকায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও জনবিরক্তিকর আচরণ করে অপরাধ করেছে বলে স্বীকার করেছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা হয়েছে। অন্যদিকে, শিবগঞ্জ উপজেলার নলডুবরী মাদ্রাসাপাড়া জামতলা এলাকা থেকে ৭৮ বোতল ফেন্সিডিলসহ একই উপজেলার শাহবাজপুর গ্রামের মো. কাশেম আলীর ছেলে মো. মিলন (২২) ও নামোচাকপাড়ার মৃত মোক্তার আলীর ছেলে মো. জিয়াউর রহমান (২৮) কে আটক করে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ সদস্যরা।


আরোও অন্যান্য খবর
Paris