শান্তি ও সম্প্রীতির জন্য মসজিদে প্রার্থনা, অনন্য অনুকরণীয় দৃষ্টান্ত

আরা ডেস্ক : দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও শান্তির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন মুসল্লিরা। গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন মসজিদে জুমার খুতবায় ও নামাজ শেষে মোনাজাতে দেশে সম্প্রীতি ও শান্তি কামনা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন মসজিদে জুমার নামাজের খুতবায় বিশ্ব শান্তি ও ধর্মে-ধর্মে সম্প্রীতি রক্ষার জন্য খুতবায় মোনাজাত করা হয়। অনেক মসজিদে আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবীর (সা.) জীবনদর্শনের ওপরও আলোচনা হয়েছে।
রাজধানীর গুলিস্থান পীর ইয়ামেনি মার্কেট জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, বিশ্ব শান্তির প্রতীক হচ্ছেন হযরত মুহাম্মদ (সা.)। আল্লাহ তায়ালা মহানবীকে বিশ্ব শান্তির জন্য পাঠিয়েছেন। ইসলামের শান্তির বারতা, মহানবীর জীবনদর্শনসহ নানা বিষয়ে খুতবায় আলোচনা করা হয়েছে। মোনাজাতে সৃষ্টিকর্তার কাছে দেশে সম্প্রীতি ও শান্তির জন্য সাহায্য প্রার্থনা করা হয়েছে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুমার খুতবায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ঈদে মিলাদুন্নবী নিয়ে আলোচনা করেছেন খতিব। বায়তুল মোকাররম মসজিদসহ অন্যান্য মসজিদেও ইসলামে শান্তির দিক তুলে ধরে মুসুল্লিদের উদ্বুদ্ধ করেন ইমাম। এছাড়া, রাজধানীর উত্তরা, আজিমপুর, মগবাজার, পান্থপথ, পুরান ঢাকার কিছু মসজিদের মুসুল্লিরাও জানিয়েছেন, খতিবগণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শান্তির পক্ষে মুসুল্লিদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন : বাংলাট্রিবিউন।
এদিকে এফএনএস জানায়, হাতে হাত রেখে অসাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদহারণ সৃষ্টি করে অনুকরণীয় দৃষ্টান্ত সৃষ্টি করলেন নারায়ণগঞ্জের ধর্মপ্রাণ মুসল্লিরা। পূজা মণ্ডপে গিয়ে হিন্দু সম্প্রদায়ের প্রতি সহযোগিতর হাত বাড়িয়ে দিয়ে যে কোন পরিস্থিতিতে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বেশ কয়েকটি মসজিদের মুসল্লীরা। এসময় পূজা মণ্ডপের সামনে হিন্দু মুসলিম একে অপরের হাতে হাত উঁচুতে তুলে ধরে একাত্মতা প্রকাশ করেন। গত বৃহস্পতিবার রাতে ফতুল্লার ধর্মগঞ্জ শীষ মহল রাধানগর গোবিন্দ মন্দিরে এ ঘোষণা দেন মুসল্লিরা। এ সময় আয়োজক কমিটির প্রধান দিলীপ কুমার মণ্ডল মুসল্লিদের পূজা মণ্ডপে অভ্যর্থনা জানান। মণ্ডপে মানবিক নারায়ণগঞ্জ সংগঠনের নির্বাহী পরিচালক রোমান চৌধুরী সুমন বলেন, কোন ধর্মকে অসম্মান করা যাবে না।
আমার অনেক হিন্দু বন্ধু আছে যাদের আমি নামাজের সময় বলেছি ‘আমি নামাজ আদায় করে আসি’। সে সময় হিন্দু বন্ধু আমার জন্য মসজিদের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করেছে। এ দেশ হিন্দু বৌদ্ধ সব ধর্মের মানুষের দেশ। তিনি বলেন, হিন্দু ভাইয়েরা যদি আমাদের ইবাদতের সময় মসজিদের বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারে তাহলে আমরা কেন পূজায় তাদের পাশে দাঁড়াবো না? এদিকে দেশে চলমান পরিস্থিতিতে মসজিদের মুসল্লীরা পাশে দাঁড়ানোর ঘটনায় ওই এলাকায় হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। মণ্ডপে মুসল্লীদের আগমন শুভেচ্ছা জানিয়ে আয়োজক কমিটির প্রধান দিলিপ কুমার মণ্ডল বলেন, এভাবে সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি সৃষ্টি হবে। একে অপরের ধর্মের প্রতি সম্মান বৃদ্ধি পাবে। মুসল্লিরা পূজায় এসে ধর্মীয় সৌহার্দ্য সৃষ্টি করেছেন এবং আমাদের অভয় দিয়ে আনন্দিত করেছেন। তাদের এ আগমন সবার জন্য উদাহরণ হয়ে থাকবে।
এদিকে সাম্প্রদায়িক ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। গতকাল শুক্রবার তাদের কোনো কর্মসূচি ছিল না জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন সংগঠনটির নেতারা। তারা বলেন, দেশের সকল ইসলামপ্রিয় তৌহিদি জনতা, হেফাজতের সর্বস্তরের নেতা-কর্মী ও কওমি মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীদের প্রতি আমাদের বিশেষ আহ্বান থাকবে, কারও উস্কানিতে কোনোরকম সিদ্ধান্ত নেবেন না। গতকাল শুক্রবার হেফাজতের কোনও কর্মসূচি নেই। আমরা পরিস্থিতির দিকে গভীর নজর রাখছি। গত বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে হেফাজত মহাসচিবের কার্যালয়ে অনুষ্ঠিত ‘খাস কমিটি’র বৈঠক থেকে এমন আহ্বান জানান তারা। কুমিল্লায় ‘কোরআন অবমাননাকারী’ সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থার দাবি জানিয়ে হেফাজত নেতারা বলেন,
কুমিল্লার ঘটনার প্রতি আমরা গভীরভাবে নজর রাখছি। আমরা জানতে পেরেছি, কুমিল্লার নানুয়ার দিঘির সেই পূজা মণ্ডপটি বন্ধ করে দিয়েছে সরকার এবং অভিযুক্ত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তৌহিদী জনতার আন্দোলনকে পুঁজি করে অতীতের মতো কেউ যেন স্বার্থ উদ্ধার করতে না পারে- সে বিষয়েও সদা সর্তকতা অবলম্বন করতে হবে। মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- হেফাজত মহাসচিব নুরুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী, মাওলানা মুহিব্বুল হক, মাওলানা আবদুল আওয়াল, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, মাওলানা জহুরুল ইসলাম প্রমুখ।
আরও খবর
- জুনের মধ্যেই সংসদীয় আসনের সীমানা নির্ধারণ
- মৃত্যুর আগে যে ইচ্ছে পূরণ করতে চান মৌসুমী
- ইসলাম ধর্ম গ্রহণের খবর দিলেন জনপ্রিয় অভিনেতা ডিসেনা
- বেপরোয়া তাইওয়ানের প্রেসিডেন্ট!
- বিনামূল্যে আটার জন্য ২ জন নিহত
- পারমাণবিক অস্ত্রের শক্তি প্রদর্শনে মহড়া শুরু রাশিয়ার
- ওয়ান ইলেভেনের কুশীলবরা আবার সক্রিয় : তথ্যমন্ত্রী
- ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলা মুক্ত সেবা দানের নির্দেশ প্রধানমন্ত্রীর
- বড় জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ
- বিদায়ী জেলা প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী জেলা পরিষদ
- মোহনপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল সরকার
- পবায় পুকুর সংস্কারে চাঁদা দিতে অস্বীকার করায় থানায় অভিযোগ
- নওগাঁয় ছেলেকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে মায়ের সংবাদ সম্মেলন
- সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতারের ঘটনায় রাবিসাসের উদ্বেগ
- মানবতার ফেরিওয়ালা আহসান হাবীব