শুক্রবার

২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুপুরুষদের বীর্য নিম্নমানের হয়!

Paris
Update : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

এফএনএস : সুপুরুষদের প্রতি কি আপনি আকৃষ্ট হন জলদি? যদি শুধু রূপই হয়ে থাকে কাউকে ভাল লাগার প্রাথমিক শর্ত তাহলে ভবিষ্যৎ জীবনের জন্য সাবধান হন! বিজ্ঞানীরা জানাচ্ছেন সুমুখুশ্রী সম্পন্ন পুরুষদের বীর্য নিম্ন মানের হয়। গবেষকরা স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের ৫০জন ককেশীয় পুরুষদের উপর পরীক্ষা চালিয়ে দেখেছেন সুপুরুষদের বীর্য অত্যন্ত নিম্ন মানের। আগে অনুমান করা কত বাহ্যিক সৌন্দর্য্য পুরুষদের সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য হিসেবে তাদের প্রজনন ক্ষমতা বাড়িয়ে তোলে। কিন্তু নতুন গবেষণা দাবি করছে বাহ্যিক সৌন্দর্য্য ঠিক এর বিপরীত কাজটি করে থাকে।

বহুক্ষেত্রে দেখা যায় পুরুষদের বাহ্যিক সৌন্দর্য মহিলাদের বিশেষ ভাবে আকর্ষিত করে। অনেক মহিলা মনে করেন সুন্দর পুরুষদের সঙ্গে মিলিত হলে তাদের পরবর্তী প্রজন্মও সুন্দর, সুস্বাস্থ্যের অধিকারী হবে। আগে অনুমান করা কত বাহ্যিক সৌন্দর্য্য পুরুষদের সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য হিসেবে তাদের প্রজনন ক্ষমতা বাড়িয়ে তোলে। কিন্তু নয়া গবেষণা দাবি করছে বাহ্যিক সৌন্দর্য্য ঠিক এর বিপরীত কাজটি করে থাকে। এমনকি বাহ্যিক পৌরুষও নিম্ন মানের বীর্য তৈরি করে।


আরোও অন্যান্য খবর
Paris