বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় সবুজ হোসেন শিপন (২২) নামে এক হ্যাকার কে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর থেকে তাকে আটক করা হয়। সে পার্শ্ববর্তী চারঘাট উপজেলার মনিহারপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। থানা সূত্রে জানা যায়, এদিন গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার এস আই (উপ পরিদর্শক ) স্বপন এর নেতৃত্বে একটি টিম হরিরামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে হরিরামপুর হাই স্কুলের পিছনে একটি আম বাগানে হ্যাকিং এর কাজ করা অবস্থায় শিপন কে আটক করা হয়। এ সময় সেখান থেকে কালো রং এর ২টি পালসার মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোন সেট, ১০টি বিভিন্ন কোম্পানীর সীম জব্দ করা হয়। সে দির্ঘদিন থেকে হ্যাকিং এর মাধ্যমে অন্েযর টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে, বাঘা থানা অফিসার ইন-চার্জ সাজ্জাদ হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামী কে গতকাল রোববার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, হ্যাকার চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে।