শনিবার

২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইয়ে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

Paris
Update : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জেলার সাংবাদিকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিন ব্যাপি এই প্রশিক্ষণের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুনিয়াদি এই প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট-পিআইবি। পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপুনের সমন্বয়ে প্রশিক্ষণে সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন, পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমান।

বক্তারা বলেন, সাংবাদিকতা এমন একটি প্লাটফর্ম যেখানে এই বুনিয়াদি প্রশিক্ষণের মাধ্যমে জেলায় কর্মরত সাংবাদিকদের দক্ষতা আরও বৃদ্ধি সহ মান সম্পন্ন প্রতিবেদনের সংখ্যা বৃদ্ধি পাবে। কর্মশালায় বক্তব্য প্রদান, পাওয়ার পয়েন্ট উপস্থাপন, অভিমত গ্রহণ ও মক সেশন পরিচালনা পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবেন্দ্রনাথ ওঁরাও, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সাহাব উদ্দিনসহ জেলার ৩২ জন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris