শুক্রবার

১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাগমারায় এক স্কুলের সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক এলাকাছাড়া! বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয় চার নেতা কখনো মৃত্যু ভয় করেননি : লিটন প্রেমিককে কুপিয়ে জখম করল প্রেমিকা! গোদাগাড়ীতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আরো ২ আসামি গ্রেপ্তার এমপি-মন্ত্রীর স্বজনদের সরে দাঁড়াতে নির্দেশ সেনাবাহিনীতে ভুয়া নিয়োগ দিয়ে টাকা হাতিয়ে নেওয়া তিন প্রতারক রাজশাহীতে গ্রেফতার পুঠিয়ায় শাশুড়িকে হত্যা করে লাশ গুম করেছিলেন পুত্রবধূ! রাজশাহীর ঢাকা বাসস্ট্যান্ডে আরডিএ’র জায়গা দখল করে স্থাপনা নির্মাণ! সারাদেশে উপজেলা নির্বাচনে ‘হস্তক্ষেপ’ নিয়ে চিন্তিত প্রার্থীরা মুজিবনগর সরকার আমাদের প্রেরণা : আসাদ

প্রাথমিকে কোন শ্রেণির ক্লাস কবে

Paris
Update : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের রুটিন ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যেই এসব নির্দেশনা দেশের সব বিদ্যালয়ে পাঠানো হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম এ খবর নিশ্চিত করেছেন।
ঘোষিত রুটিন অনুযায়ী, প্রতিদিন সকাল সাড়ে নয়টায় ক্লাস শুরু হবে। ক্লাসের প্রথম ১০ মিনিট নির্ধারণ করা হয়েছে করোনাভাইরাসের (কোভিড-১৯) সচেতনা বিষয়ে। শিক্ষক করোনা সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন। নয়টা ৪০ মিনিটে শুরু হবে পাঠদান।

সপ্তাহজুড়ে মানতে হবে যে রুটিন
শনিবার : এদিন পঞ্চম ও চতুর্থ শ্রেণির তিনটি বিষয়ে পাঠদান হবে। পঞ্চম শ্রেণির বাংলা বিষয়ের পাঠদান শুরু হবে নয়টা ৪০ মিনিটে, চলবে ১০টা ২৫ মিনিট পর্যন্ত। সাড়ে ১০টায় গণিত বিষয়ের ক্লাস শুরু হবে, শেষ হবে ১১টা ১৫ মিনিটে। ৫ মিনিট বিরতির পর ইংরেজি বিষয়ের পাঠদান শুরু হবে ১১টা ২০ মিনিটে। একইভাবে চতুর্থ শেণির গণিত, ইংরেজি ও বাংলা বিষয়ের পাঠদান অনুষ্ঠিত হবে। গণিত বিষয়ে পাঠদান শুরু হবে নয়টা ৪০ মিনিটে। ইংরেজি বিষয়ের পাঠদান শুরু হবে সাড়ে ১০টায়, চলবে ১১টা ১৫ মিনটে। পাঁচ মিনিট পর চতুর্থ শ্রেণির বাংলা বিষয়ের পাঠদান শুরু হবে ১১টা ২০ মিনিটে।

রোববার : সপ্তাহের দ্বিতীয় দিন পঞ্চম ও তৃতীয় শ্রেণির তিনটি বিষয়ের পাঠদান অনুষ্ঠিত হবে। পঞ্চম শ্রেণির গণিত বিষয়ের পাঠদান শুরু হবে নয়টা ৪০ মিনিটে। বাংলা ক্লাস শুরু হবে সকাল সাড়ে ১০টায়। ৫ মিনিট পর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পাঠদান ১১টা ২০ মিনিটে শুরু হবে, শেষ হবে বেলা ১২টা ৫ মিনিটে। এদিন তৃতীয় শ্রেণির পর্যায়ক্রমে বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ের পাঠদান অনুষ্ঠিত হবে। বাংলা বিষয়ের মূল পাঠদান শুরু হবে সকাল নয়টা ৪০ মিনিটে। চলবে ১০টা ২৫ মিনিটে পর্যন্ত। পাঁচ মিনিট পর তৃতীয় শ্রেণির গণিত বিষয়ের পাঠদান শুরু হবে সাড়ে ১০টায়। ইংরেজি বিষয়ের ক্লাস শুরু হবে ১১টা ২০ মিনিটে।

সোমবার : পঞ্চম ও দ্বিতীয় শ্রেণির তিনটি বিষয়ের পাঠদান অনুষ্ঠিত হবে সোমবার। পঞ্চম শ্রেণির ইংরেজি বিষয়ের পাঠদান শুরু হবে নয়টা ৪০ মিনিটে। সকাল সাড়ে ১০টায় বাংলা বিষয়ের পাঠদান শুরু হবে। শেষ হবে ১১টা ১৫ মিনিটে। ৫ মিনিট পর গণিত বিষয়ে পাঠদান ১১টা ২০ মিনিটে শুরু হয়ে শেষ হবে বেলা ১২টা ৫ মিনিটে। এদিন দ্বিতীয় শ্রেণির বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ের পাঠদান অনুষ্ঠিত হবে। তাদের বাংলা বিষয়ের ক্লাস শুরু হবে নয়টা ৪০ মিনিটে। পাঁচ মিনিট পর দ্বিতীয় শ্রেণির গণিত বিষয়ের ক্লাস শুরু হবে সাড়ে ১০টায়। ইংরেজি বিষয়ের পাঠদান শুরু হবে ১১টা ২০ মিনিটে, শেষ হবে ১২টা ৫ মিনিটে।

মঙ্গলবার : এদিন পঞ্চম ও প্রথম শ্রেণির তিনটি বিষয়ের পাঠদান অনুষ্ঠিত হবে। নয়টা ৪০ মিনিটে পঞ্চম শ্রেণির গণিত বিষয় দিয়ে শুরু হবে পাঠদান। ৪৫ মিনিটের ক্লাস শেষে পাঁচ মিনিট পর সাড়ে ১০টায় বাংলা বিষয়ের পাঠদান শুরু হবে। বিজ্ঞান বিষয়ের পাঠদান ১১টা ২০ মিনিটে শুরু হয়ে, শেষ হবে বেলা ১২টা ৫ মিনিটে। একইভাবে প্রথম শ্রেণির বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ের পাঠদান পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। বাংলা বিষয়ের মূল পাঠদান শুরু হবে নয়টা ৪০ মিনিটে, শেষ হবে ১০টা ২৫ মিনিটে। পাঁচ মিনিট পর প্রথম শ্রেণির গণিত বিষয়ের পাঠদান শুরু হবে সাড়ে ১০টায়, শেষ হবে ১১টা ১৫ মিনিটে। পাঁচ মিনিট পর প্রথম শ্রেণির ইংরেজি বিষয়ের পাঠদান শুরু হবে ১১টা ২০ মিনিটে, শেষ হবে ১২টা ৫ মিনিটে।

বুধবার : পঞ্চম শ্রেণির তিনটি বিষয়ের পাঠদান অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে নয়টা থেকে কোভিড-১৯ সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের ১০ মিনিট অবহিত করার পর পঞ্চম শ্রেণির গণিত বিষয়ের পাঠদান শুরু হবে ৯টা ৪০ মিনিটে, শেষ হবে ১০টা ২৫ মিনিটে। পাঁচ মিনিট পর সাড়ে ১০টায় ইংরেজি বিষয়ের পাঠদান শুরু হবে, শেষ হবে ১১টা ১৫ মিনিটে। আবার ৫ মিনিট পর বাংলা বিষয়ের পাঠদান ১১টা ২০ মিনিটে শুরু হয়ে শেষ হবে বেলা ১২টা ৫ মিনিটে।

বৃহস্পতিবার : সপ্তাহের অন্যান্য দিনগুলোর মতো এদিনও সকাল সাড়ে নয়টা থেকে ১০ মিনিট কোভিড-১৯ সচেতনতা বিষয়ে অবহিত করবেন শ্রেণি শিক্ষক। তারপর সকাল নয়টা ৪০ মিনিট থেকে মূল পাঠদান শুরু হবে। এদিন পঞ্চম শ্রেণির তিনটি বিষয়ের পাঠদান অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে নয়টা থেকে কোভিড-১৯ সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের ১০ মিনিট অবহিত করার পর পঞ্চম শ্রেণির গণিত বিষয়ের পাঠদান শুরু হবে নয়টা ৪০ মিনিটে, শেষ হবে ১০টা ২৫ মিনিটে। পাঁচ মিনিট পর সাড়ে ১০টায় বাংলা বিষয়ের পাঠদান শুরু হবে, শেষ হবে ১১টা ১৫ মিনিটে। আবার ৫ মিনিট পর ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পাঠদান ১১টা ২০ মিনিটে শুরু হয়ে শেষ হবে বেলা ১২টা ৫ মিনিটে।


আরোও অন্যান্য খবর
Paris