শুক্রবার

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মান্দায় অগ্নি প্রতিরোধক কৌশল প্রদর্শন ও মতবিনিময় সভা

Paris
Update : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

সাবাইহাট থেকে প্রতিনিধি : নওগাঁর মান্দায় অগ্নি প্রতিরোধক কৌশল প্রদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই বাজার বণিক সমিতির কার্যালয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সাথে সাবাইহাটের ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বণিক সমিতির সভাপতি সুশীল পন্ডিতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল কাশেম, বণিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান আলী সরদার, সহ-সভাপতি আব্দুস সামাদ, প্রধান শিক্ষক সফিউর রহমান বাবু , সাবেক মেম্বার এস. এম হাবিবুর রহমান প্রমুখ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ব্রজেন্দ্রনাথ সাহা, বিশিষ্ট ব্যবসায়ী হারুন অর রশীদ, প্রভাষক মুনসুর রহমান কমল, সহকারী প্রধান শিক্ষক আব্দুল গফুর, আমিনুল ইসলাম বিএসসি, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, মোজাম্মেল হক, রমজান আলী, এমদাদুল হক, সুশীল কুমার, জহুরুল হক, নঈম উদ্দীন, সহ সাবাইহাটের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল কাশেম তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা কমপক্ষে যৌথভাবে অন্তত একটি অগ্নি নির্বাপক যন্ত্র ক্রয় এবং মাঝে মাঝে বৈদ্যুতিক তার পরীক্ষা করেন।

দুর্ভাগ্য বশতঃ কখনও যদি গ্যাসের সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূচনা হয় তাহলে সাথে সাথে সুইচ অফ, ভেজা কাঁথা, বস্তা দিয়ে কৌশলে আগুন নিভাতে হবে। অগ্নি কান্ডের সময় বিশেষ বাঁকানো লোহার হুকের সাহায্যে সিলিন্ডার নিরাপদ স্থানে নিতে হবে। বাসা-বাড়িতে সর্বদা এক বালতি বালি, পানি মজুদ রাখার পরামর্শ দেন। সর্বশেষে বণিক সমিতির কার্যালয়ের সামনে অগ্নি প্রতিরোধক কৌশল প্রদর্শন এবং অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।


আরোও অন্যান্য খবর
Paris