বৃহস্পতিবার

২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্রীন প্লাজা’র ৫ম প্রকল্পের ‘গ্রীন ছায়েরা মঞ্জিল’ এর শুভ উদ্বোধন মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের জন্য কর্মশালা অনুষ্ঠিত থাইল্যান্ডে শেখ হাসিনা লাল গালিচা সংবর্ধনা সাবধান! রাজশাহীতে নকল ফ্লেভার্ড ড্রিংকস-আইস ললি রাজশাহীতে জোরপূর্বক একাধিক ফ্ল্যাট দখলের অভিযোগ এক পুলিশ সুপারের বিরুদ্ধে বাংলাদেশ-কাতার ১০ চুক্তি সই গোদাগাড়ীতে সাড়ে ৬ কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ি এজাজুল হক ঝাবু গ্রেফতার রাজশাহীতে বৃষ্টির জন্য কোথাও ইসতিসকার নামাজ আদায় আবার কোথাও ব্যাঙের বিয়ে রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে প্রতারণার ক্লু ধরে শিক্ষা উপবৃত্তির টাকা আত্মসাত চক্রের মুল হোতসহ ৮ জন গ্রেফতার

দেশে করোনায় মৃত্যু ২৬ হাজার ছাড়ালো

Paris
Update : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

এফএনএস : দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ৮৯ জন। গত শনিবারের চেয়ে গতকাল রোববার ৯ জন বেশি মারা গেছেন। গত শনিবার মারা গিয়েছিল ৮০ জন। গতকাল রোববার মৃতদের মধ্যে পুরুষ ৪১ ও নারী ৪৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১৫ জনে। গতকাল রোববার নতুন আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৪৮ জন। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় গতকাল রোববার মৃত্যুর হার ১ দশমিক ৭৪ শতাংশ। গত ২৬ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।

এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৮৯৮ জন, ৬৪ দশমিক ৯৫ শতাংশ এবং নারী ৯ হাজার ১১৭ জন, ৩৫ দশমিক ০৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছর বয়সী ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৬ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ২৪ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ১৮ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ৭ জন এবং ৯০ থেকে ১০০ বছর বয়সী ১ জন রয়েছেন।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৭ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ২১ জন, রাজশাহী বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ৫ জন এবং ময়মনসিংহ ২ জন রয়েছে। এদের মধ্যে ৬৯ জন সরকারি, ১৮ জন বেসরকারি হাসপাতালে এবং ২ জন বাসায় মারা গেছেন। বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ২৭ হাজার ৯২১ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৯৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত শনিবার ২৫ হাজার ১২৯ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৪৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গত শনিবারের চেয়ে গতকাল রোববার ৫১২ জন বেশি শনাক্ত হয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ১৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৩ দশমিক ৬৭ শতাংশ।

গত শনিবারের চেয়ে গতকাল রোববার শনাক্তের হার দশমিক ৪৭ শতাংশ বেশি। এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৪ হাজার ১৮০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৯২২ জন। ঢাকায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ। গত শনিবার এই জেলায় ১৪ হাজার ৭৫৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৫ জন। যা ১৩ দশমিক ৭৮ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১২ জন। গত শনিবার ২৫ জন মারা গিয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৮৮ লাখ ৬৯ হাজার ৩৯৩ জনের নমুনা পরীক্ষায় ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৪ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৬৬ জন। গত শনিবার সুস্থ হয়েছিলেন ৪ হাজার ৮৬১ জন। গত শনিবারের চেয়ে গতকাল রোববার ১ হাজার ৬০৫ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন। গতকাল রোববার শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৭৯ শতাংশ। গত শনিবার এই হার ছিল ৯৪ দশমিক ৬১ শতাংশ।

গত শনিবারের চেয়ে গতকাল রোববার সুস্থতার হার দশমিক ১৮ শতাংশ বেশি। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ১৭৭ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৪ হাজার ৬৫২ জনের। গত শনিবারের চেয়ে গতকাল রোববার ২ হাজার ৫২৫ টি নমুনা বেশি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৯২১ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৫ হাজার ১২৯ জনের। গত শনিবারের চেয়ে গতকাল রোববার ২ হাজার ৭৯২ টি নমুনা বেশি নমুনা পরীক্ষা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris