বৃহস্পতিবার

১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাকার গাছ লাগাবেন যেভাবে

Paris
Update : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

ছোটবেলায় মায়ের কাছে টাকা চাইলে বলতেন, ‘তোর বাবার কি টাকার গাছ আছে যে চাইলেই পাবি? অফিস থেকে ফিরলে বাবার কাছে টাকা চাস।’

তখন মনে হতো, আমাদের একটা টাকার গাছ থাকলে কত ভালো হতো! ইচ্ছেমতো টাকা ছিঁড়তাম আর খাবার কিনে খেতাম। তাই তো একদিন ১০ টাকার একটি নোট মাটিচাপা দিয়ে পানি ঢেলেছি বারবার, একটা টাকার গাছের আশায়।

****

হাতি-পিঁপড়ার ফুটবল খেলা
ফুটবল ম্যাচে অংশ নিল হাতি একাদশ এবং পিঁপড়া একাদশ। খেলা শেষ হলো অমীমাংসিতভাবে। পিঁপড়া দলের ড্রেসিং রুমে এলো হাতি দলের অধিনায়ক। বলল—
হাতি: আজ আমাদের অনেকে খুব রাফ খেলেছে, আমি তাই ক্ষমা চাইতে এসেছি।
পিঁপড়া: না, না, ও কথা বলবেন না। আমরাও তো কম রাফ খেলিনি।

****

মোরগের চেয়ে অ্যালার্ম ঘড়ি ভালো
একদিন গৃহকর্তা একটি মোরগকে বললেন—
গৃহকর্তা: সকালে ডেকে দেওয়ার জন্য তোমার চেয়ে অ্যালার্ম ঘড়ি অনেক বেশি ভালো।
মোরগ: কিন্তু অ্যালার্ম ঘড়ি দিয়ে তো স্যুপ রান্না করা যায় না!


আরোও অন্যান্য খবর
Paris