এফএনএস : রাজশাহীর বাঘায় একতা সমবায় সমিতির মালিক নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। নাসির উদ্দিন উপজেলার দীঘা দাবিয়াতলা গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে। গত রোববার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, নাসির উদ্দিন উপজেলা সমবায় অফিস থেকে একতা সমবায় সমিতির নাম করন করে রেজিস্ট্রেশন করেন।
পরে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা বাজারে আফসার আলীর মার্কেটের ঘর ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেন। সে ব্যবসার আড়ালে শুরু করেন অনৈতিক কার্যকলাপ। বিষয়টি মাকের্টের মালিক আফসার আলী অবগত হয়ে ঘর ছেড়ে দেয়ার আহবান জানালে তাকে উল্টো মারধর, হুমকি দেয়া হয়।
এই ঘটনায় আফসার আলী বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেন। এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, মামলার প্রেক্ষিতে নাসিরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।