শুক্রবার

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইনিংস ব্যবধানে জয় পেল রাজশাহী বিভাগ

Paris
Update : বুধবার, ৩১ মার্চ, ২০২১

এফএনএস : টানা দুই ইনিংসে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজেদের সর্বনিম্ন রানের বিব্রতকর রেকর্ড গড়ল বরিশাল বিভাগ। সানজামুল ইসলাম ও তাইজুল ইসলামের নৈপুণ্যে প্রতিপক্ষকে গুঁড়িয়ে জাতীয় ক্রিকেট লিগে দুই দিনেই ইনিংস ব্যবধানে জিতল রাজশাহী বিভাগ। প্রথম ইনিংসে মাত্র ১৫১ রান করেও ইনিংস ও ৯ রানে জিতেছে রাজশাহী। প্রথম ইনিংসে ৮২ রান করা বরিশাল এবার গুটিয়ে গেছে কেবল ৬০ রানে। এই ম্যাচের আগে দলটির সর্বনিম্ন ছিল ৮৭, ২০০৭ সালে রাজশাহীর বিপক্ষেই। দুই ইনিংস মিলিয়ে বরিশালের রান ১৪২। বাংলাদেশে প্রথম শ্রেণির কোনো ম্যাচে এটাই সর্বনিম্ন।

আগের রেকর্ড ছিল বিসিবি অ্যাকাডেমি দলের। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ১৬৭ রান করেছিল তারা। আর দেশের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতায় সর্বনিম্ন ছিল চট্টগ্রামে ১৮০। ২০১১ সালে জাতীয় লিগেই রাজশাহীর বিপক্ষে ৭২ ও ১০৮ রানে গুটিয়ে গিয়েছিল দলটি। বিকেএসপির চার নম্বর মাঠে মঙ্গলবার ১ উইকেটে ২৩ রান নিয়ে দিন শুরু করা বরিশালের ইনিংস টেকে কেবল ৩৪ ওভার। দিনের শুরুটা ভালোই ছিল দলটির। নাইটওয়াচম্যান কামরুল ইসলাম রাব্বিকে নিয়ে সাবধানী শুরু করেন মইনুল ইসলাম। ১৪ রান করা রাব্বিকে ফিরিয়ে শিকার ধরেন সানজামুল। মইনুলের ব্যাটে এগিয়ে যেতে থাকে বরিশাল।

কিন্তু সানজামুলের বাড়তি লাফানো বলে ব্যাটের কানায় লেগে বোল্ড হয়ে যান তিনি। ৩ চারে এই ওপেনার করেন ২৮। এরপরই পাল্টে যায় খেলার চিত্র। সানজামুল ও তাইজুলের দারুণ বোলিংয়ে মাত্র ৭ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ফেলে বরিশাল। দলটির ৯ ব্যাটসম্যান যেতে পারেননি দুই অঙ্কে। ১৫ রানে ৬ উইকেট নিয়ে তাদের সবচেয়ে বড় ক্ষতিটা করেন সানজামুল। প্রথম ইনিংসে ১৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। ম্যাচে ৩৩ রানে পেলেন ১০ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ২১তম বার পেলেন ইনিংসে পাঁচ উইকেট, ম্যাচে ১০ উইকেট পঞ্চমবার। সঙ্গে গড়লেন সবচেয়ে কম রানে ১০ উইকেটের রেকর্ড।

ছাড়িয়ে গেলেন ২০১৯ সালে চট্টগ্রামের বিপক্ষে ৬৫ রানে ১৩ উইকেট নেওয়া পেসার রুয়েল মিয়াকে। তাইজুল ২৩ রানে নেন ৪ উইকেট। প্রথম ইনিংসে টেস্ট দলের এই স্পিনার ৩৯ রানে নিয়েছিলেন ৪টি। দুই ইনিংসেই দারুণ বোলিং আর ১০ নম্বরে নেমে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি। দ্বিতীয় স্তরে এটা রাজশাহীর প্রথম জয়। আগের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে হেরেছিল তারা। অন্যদিকে, বরিশাল হারল টানা দুই ম্যাচে। ঢাকার বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল তারা।


আরোও অন্যান্য খবর
Paris