মঙ্গলবার

২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-কাতার ১০ চুক্তি সই গোদাগাড়ীতে সাড়ে ৬ কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ি এজাজুল হক ঝাবু গ্রেফতার রাজশাহীতে বৃষ্টির জন্য কোথাও ইসতিসকার নামাজ আদায় আবার কোথাও ব্যাঙের বিয়ে রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে প্রতারণার ক্লু ধরে শিক্ষা উপবৃত্তির টাকা আত্মসাত চক্রের মুল হোতসহ ৮ জন গ্রেফতার রাজশাহীর ঢাকা বাসস্ট্যান্ডে এভারগ্রীণ’র দখল করে নির্মাণাধীণ কাউন্টার উচ্ছেদ করলো আরডিএ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার করা হলে বিশ্ব রক্ষা পেতো : প্রধানমন্ত্রী শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পানির তীব্র সংকট, ভোগান্তিতে রোগী-স্বজনরা নিয়ামতপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড রাজশাহীতে নারীর মোবাইল ফোন-ব্যাগ ছিনতাই, তিন ছিনতাইকারী গ্রেফতার

‘তুমি আছো তুমি নেই’ সিনেমার পাশে দাড়ালেন হিরো আলম

Paris
Update : বুধবার, ১০ মার্চ, ২০২১

এফএনএস : ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার পোস্টার ও ট্রেলার দিয়ে কঠিন সমালোচনার মুখে পড়েছেন নায়িকা হিসেবে অভিষিক্ত হতে যাওয়া প্রার্থনা ফারদিন দীঘি। এমনকি ট্রেলার দেখে সময় নষ্ট হয়েছে দাবি করে দর্শকরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দীঘির কাছে ফেরত চেয়েছেন ইন্টারনেট কেনার টাকাও! অন্যদিকে, দর্শকদের এমন প্রতিক্রিয়ার সঙ্গে তাল মেলালেন দীঘিও! এই ছবিতে অভিনয় করাটা ‘ভুল’ বলে মনে করছেন তিনি। এমনকি ছবিটি নিয়ে তার আর কোনও প্রত্যাশা নেই বলেও মনে করেন এই নায়িকা।

দীঘির এমন বক্তব্যের পর তার সমালোচনা করলেন হিরো আলম। দাঁড়ালেন মুক্তিপ্রতিক্ষীত ছবি ‘তুমি আছো তুমি নেই’-এর নির্মাতা ও প্রযোজকের পাশে। দিলেন কড়া ভিডিও বার্তা। যেখানে এক হাত নিয়েছেন দীঘি ও সমালোচকদের। দর্শকদের হিরো আলম বললেন, আগে ছবি দেখতে তারপর সমালোচনা করতে। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ও সিমি ইসলাম কলি প্রযোজিত ছবিটি নিয়ে হিরো আলম বলেন, ‘একজন প্রডিউসার খুব আশা নিয়ে সিনেমাটা বানায়। তার কাছে ছবি একটা সন্তানের মতো। একজন মা যেমন সন্তান লালন-পালন করেন; প্রডিউসারও তাই।

এই সিনেমার পোস্টার ও ট্রেলার নিয়ে অনেকেই লেখালেখি করছেন, সমালোচনা করছেন। কিন্তু আপনারা অনেকেই জানেন, চেহারা দিয়ে অনেক কিছু হয় না। মানুষের ভেতরে ঢোকা লাগে। না ঢুকলে তাকে কেউ চিনতে পারে না। তাই অবশ্যই সিনেমা না দেখে তার ট্রেলার দেখে পুরোটা বুঝতে পারবেন না।’ এরপর নিজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘এই যে আমার চেহারা খারাপ, কথা বলতে পারি না, সমালোচনা করে কি আমাকে থামাতে পেরেছেন? আমি সিনেমা বানাতে চেয়েছি, বানিয়ে মুক্তি দিয়েছি। রোজার ঈদে আসছে আমার দ্বিতীয় ছবি ‘টোকাই’।’’

এদিকে, ‘তুমি আছো তুমি নেই’ ছবিটি নবাগতা দীঘির জন্যও অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন হিরো আলম। আবার সমালোচনাও করেন তার। তার ভাষ্য, ‘এ ছবির মাধ্যমে দীঘি প্রথমবারের মতো নায়িকা হিসেবে এসেছেন। কাছের মানুষ (দীঘি) যদি আঘাত দেয় এরচেয়ে দুঃখ আর নাই। আপনারা সবাই জানেন স্বপ্ন দেখানো সহজ, বাস্তব করা অনেক কঠিন। এ ছবিটি পরিচালনা করেছেন গুণী পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু স্যার। তিনি অনেক বড় পরিচালক। তার সব ছবি হিট। তাই আপনারা আগে হলে যান, ছবি দেখুন; তারপর সমালোচনা করুন।’ গত কয়েকদিন ধরেই নতুন এ চলচ্চিত্রটির পোস্টার ও ট্রেলার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম।

সর্বশেষ এর নায়িকা দীঘিও এই সমালোচনায় সামিল হন। ছবিটির প্রযোজক তার দিকে আঙুল তুলে বলেন, ‘যখন যে মানুষগুলো নিজের প্রসঙ্গে ব্যাড কমেন্ট নিজেই করে তখন বুঝতে হবে সেখানে গণ্ডগোল আছে। আমি দীঘিকে নিয়ে অশ্লীল বা খারাপ ছবি বানাইনি বা বানাতে চাইনি। গ্রামের সুন্দর মেয়ে হিসেবে উপস্থাপন করেছি। তাই অনুরোধ করবো, ১২ মার্চ ছবিটি মুক্তির পর আপনারা দেখুন ও গণ্ডগোলটি খুঁজে বের করুন।’ আসিফ ইমরোজ ও দীঘি অভিনীত ‘তুমি আছো, তুমি নেই’ সারাদেশে মুক্তি পাচ্ছে আগামী ১২ মার্চ। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সুব্রত চক্রবর্তী, শবনম পারভীন প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris