মঙ্গলবার

২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে প্রতারণার ক্লু ধরে শিক্ষা উপবৃত্তির টাকা আত্মসাত চক্রের মুল হোতসহ ৮ জন গ্রেফতার রাজশাহীর ঢাকা বাসস্ট্যান্ডে এভারগ্রীণ’র দখল করে নির্মাণাধীণ কাউন্টার উচ্ছেদ করলো আরডিএ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার করা হলে বিশ্ব রক্ষা পেতো : প্রধানমন্ত্রী শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পানির তীব্র সংকট, ভোগান্তিতে রোগী-স্বজনরা নিয়ামতপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড রাজশাহীতে নারীর মোবাইল ফোন-ব্যাগ ছিনতাই, তিন ছিনতাইকারী গ্রেফতার রাসিককে সুদৃঢ় আর্থিক ভিত্তির উপর দাঁড় করতে চাই : মেয়র কাতারের আমির আসছেন আজ, সম্ভাবনা কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের বাজার দখলের সুযোগ বালিশকাণ্ডের সেই প্রতিষ্ঠান নির্মাণ করছে রাবির হল, অনিয়মের অভিযোগে দুদকের হানা/৩ সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী

আজকের কৌতুক : স্ত্রীর জ্বালায় জীবন কেরোসিন!

Paris
Update : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১

শ্রেণিকক্ষে বাংলা শিক্ষক আট লাইনের কবিতা লিখতে দিয়েছেন। এরপর বল্টু লিখেছে—
ছাগলের লেজ ছোট ছোট
কুকুরের লেজ বাঁকা,
ওই মেয়ে তোর চেহারাটা
দারুণ ঝাঁকানাকা।

মোটরসাইকেল দুই চাক্কা
ভ্যানের চাক্কা তিন,
বউর জ্বালায় সব স্বামীর
জীবন কেরোসিন!

****

রাত ২টায় জরুরি কাজ!
এক বন্ধু রাত ২টায় আরেক বন্ধুর কাছে ফোন করেছে—
১ম বন্ধু: দোস্ত, একটু আমার বাসায় আয় জরুরি কাজ আছে।
২য় বন্ধু: আমি এখন আসতে পারব না, ঘুম পাচ্ছে।
১ম বন্ধু: প্লিজ আয় না, জরুরি কাজ আছে।

কিছুক্ষণ পর বন্ধু ভাবল হয়তো খুব জরুরি কাজ হবে, তা ভেবে সে বন্ধুর বাসায় গেল—
২য় বন্ধু: কিরে, কী জরুরি কাজ তোর এত রাতে?
১ম বন্ধু: দোস্ত, টিভি আর লাইটের সুইচটা একটু অফ করে দিয়ে যা। খুব শীত লাগছে, লেপ ছেড়ে উঠতে পারছি না। তাই তোকে ফোন দিলাম।

****

ভোররাতের স্বপ্ন সত্য হয়
মেয়ে: জান, শুনেছি ভোররাতের স্বপ্ন না-কি সত্য হয়। কথাটা কি ঠিক?
ছেলে: হ্যাঁ, হয় তো।
মেয়ে: আজকে স্বপ্নে দেখেছি, তুমি আমাকে ১০০০ টাকার ১টা নোট দিয়েছো। কই, দাও।

পরের দিন আবার মেয়ে বলল-
মেয়ে: জান, ভোররাতের স্বপ্ন না-কি সত্য হয়?
ছেলে: ওসব ভুয়া কথা।
মেয়ে: বাঁচলাম, আজকে একটা খারাপ স্বপ্ন দেখেছি।
ছেলে: কী দেখেছো?
মেয়ে: দেখেছি, আমি তোমাকে ৫০০০ টাকা দিয়েছি।


আরোও অন্যান্য খবর
Paris