শনিবার

২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগমারায় আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্টে রাজশাহী কিশোর একাডেমি ফাইনালে

Paris
Update : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল বুধবার বিকেল তিন টায় নরদাশ ফুটবল একাডেমির আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সেমি ফাইনালে অংশ নিয়েছে রাজশাহী কিশোর ফুটবল একাডেমি বনাম জাহানারা জামান স্মৃতি ফুটবল একাডেমি। উক্ত খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোল হওয়ায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়। এতে ৬-৫ গোলের ব্যবধানে জাহানারা জামান স্মৃতি ফুটবল একাডেমিকে পরাজিত করে রাজশাহী কিশোর ফুটবল একাডেমি।

রাজশাহী কিশোর ফুটবল একাডেমি বনাম জাহানারা জামান স্মৃতি ফুটবল একাডেমির মধ্যেকার সেমি ফাইনাল খেলার উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, নরদাশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আর.কে মোসলেম উদ্দীন, দ্বীপপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, উপজেলা আ’লীগের কোষাধ্যক্ষ, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, সদস্য, চেয়ারম্যান আনোয়ার হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মতিউর রহমান মতিন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদ রানা কামাল, গনিপুর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি এস.এম. এনামুল হক প্রমুখ।

প্রধান রেফারী হিসেবে খেলাটি পরিচালনা করেন আলী আকবর, সহকারী রেফারী ছিলেন রহিদুল ইসলাম এবং রাবিক। ধারাভাষ্য ছিলেন, আব্দুস সালাম এবং শাহরিয়ার হোসেন তন্ময়। নরদাশ ফুটবল একাডেমির আয়োজনে চলতি মাসের ৩০ তারিখে মুজিব বর্ষ উপলক্ষে নরদাশ ফুটবল একাডেমির পক্ষ থেকে আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় বাগমারা উপজেলা ফুটবল দল এবং রাজশাহী কিশোর ফুটবল একাডেমি মুখোমুখী হবে।


আরোও অন্যান্য খবর
Paris