বৃহস্পতিবার

২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আরসিআরইউ’র বর্ষপূতি ও প্রকাশনার মোড়ক উন্মোচন

Paris
Update : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : আট বছর পেরিয়ে নয় বছর পাড়ি দিতে চলেছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)। এ উপলক্ষে সংগঠনটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বিশেষ প্রকাশনা ‘অষ্টক’ এর মোড়ক উন্মোচন ও কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে কলেজের রজনীকান্ত সেন মঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান।

আরসিআরইউ’র বিদায়ী সভাপতি বাবর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক, সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল প্রমূখ।

এছাড়াও বক্তব্য রাখেন, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, এনটিভির ব্যুরো প্রধান শ. ম. সাজু, ডেইলি স্টারের ব্যুরো প্রধান আনোয়ার আলী হিমু, আরসিআরইউ’র প্রতিষ্ঠাকালীন সভাপতি আবু খালিদ প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে বেলা ১১টায় আনন্দ র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করা হয়। এরপর বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন আরসিআরইউ’র পৃষ্ঠপোষক ও কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। আলোচনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর। পরে বিশেষ প্রকাশনা ‘অষ্টক’ এর মোড়ক উন্মোচন করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris